দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলেন মা তারা, পুরাণ মতে মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল সমস্ত দেবতারা তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন, মহালয়ার দিনে, মহিষাসুর বধের পরেও শুম্ভ-নিশুম্ভ দেবতাদের ওপর অত্যাচার অব্যাহত রাখে জানা যায়, এরপরেই সকলে পার্বতীর শরণাপন্ন হন এবং দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছে শক্তি জাগ্রত করে এক দেবি মূর্তির জন্ম দেন, সেই দেবমূর্তি এই কৌশিকী আমাবস্যার বিশেষ দিনে শুম্ভ- নিশুম্ভকে বধ করে।
advertisement
এ ছাড়াও প্রচলিত আছে অমাবস্যার এই বিশেষ দিনে তারাপীঠ সংলগ্ন দ্বারকা নদীতে স্নান করে মা তারার কাছে মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয় এবং জীবন থেকে সব পাপ মুছে যায়, সেই কারণেই এই অমাবস্যার দিনে লক্ষ লক্ষ দর্শনার্থীরা মা তারার কাছে একবার দর্শনের জন্য ছুটে আসেন। এই বিশেষ দিনে মা তারাকে বিশেষ অন্নের ভোগ নিবেদন করা হয়, এ ছাড়াও সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতির পর মা তারাকে বিভিন্ন রকমের ফল, মিষ্টি, লুচি, সুজি দিয়ে ভোগ নিবেদন করা হয়। এছাড়াও তারাপীঠ মহাশ্মশানে চলে বিশেষ হোমযজ্ঞ।
সৌভিক রায়