লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতে কী চলছিল? গ্রেফতার কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক কর্মী, বিরাট অভিযোগ!
মাছ তো নয়, ‘মহৌষধ’! ভিটামিন D ভরপুর… খেলেই গলবে মেদ! সুগার, প্রেশার, অবসাদ নিমেষে উধাও!
এরপর দেখা যায় গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাসের বদলে বের হচ্ছে জল। বাড়ির গৃহবধূ অঞ্জলি সরকার জানান, সিলিন্ডারটি ফাঁকা হয়ে গেছে ভেবে ঝাঁকাতেই ভিতর থেকে জল বেরোতে শুরু করে। ঘটনার খবর জানানো হয় ওই গ্যাস সংস্থার অফিসে। যদিও সংস্থার পক্ষ থেকে লোক এসে সিলিন্ডারটি পরীক্ষা করলেও কোনও সমাধান হয়নি বলে অভিযোগ। এরপর উপায় না দেখে স্বামী-স্ত্রী দুজনে মিলে কাঁধে করে জলভর্তি গ্যাস সিলিন্ডার নিয়ে সরাসরি হাজির হন ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি সঞ্জয় রাহার কার্যালয়ে।
advertisement
অঞ্জলি দেবীর বক্তব্য, একটা গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকার উপরে। সেখানে যদি অর্ধেক জল আর অর্ধেক গ্যাস থাকে, তবে সেটা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। চাই যেন ভবিষ্যতে আর কেউ এমন ঘটনার শিকার না হন। ঘটনার বিষয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে এর দায় নিতে হবে বলেও জানান। পাশাপাশি স্থানীয় ওই গ্যাস সংস্থার সঙ্গেও কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালাবেন বলেও জানান। তবে কীভাবে ওই গ্যাস সিলিন্ডারে জল আসলো তা খতিয়ে দেখা হচ্ছে!
Rudra Narayan Roy