TRENDING:

সর্বনাশ! পুকুরের জলে ওটা কী ভাসছে? দেখা মাত্রই খবর গেল থানায়! আতঙ্ক বলরামপুরে

Last Updated:

পুকুরের জলে ডুবে মৃত্যু, তদন্তে পুলিশ, শোকের ছায়া এলাকায়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : পুকুরের জলে ভাসতে দেখা যায় একটি দেহ। মুহূর্তে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত নেওডি গ্রামে। জানা গিয়েছে, মঙ্গলবার নেওডি গ্রামের একটি পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায়।
advertisement

এলাকার বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেয় পুলিশে। খবর পাওয়া মাত্রই বলরামপুর থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম গুহিরাম পরামানিক। বয়স আনুমানিক ৫১ বছর। বাড়ি নেওডি গ্রামে।

ডেলিভারি বয়ের অশালীন আচরণ ক্যামেরাবন্দি! তরুণীর শরীর স্পর্শের অভিযোগ! ভাইরাল ভিডিওয় চাঞ্চল্য

advertisement

আফ্রিকা থেকে মেক্সিকো পর্যন্ত সমুদ্রে খেলে বেড়াচ্ছে বিরাট ‘বাদামি সাপ’! মহাকাশ থেকেও দেখা যাচ্ছে! কীসের সংকেত?

পরিবার সূত্রে জানা গিয়েছে, হঠাৎই তাদের কাছে খবর আসে পুকুরের জলে গুইরাম বাবুর দেহ ভাসছে। খবর পাওয়া মাত্রই তারা সেখানে ছুটে যান। এরপর পুলিশ ওই দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। কিভাবে এই ঘটনা ঘটলো তা তাদের কাছেও পরিষ্কার নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
“বইখাতা সব নিয়ে গেছে জল!” কান্নাভেজা গলায় বলছে কিশোরী  
আরও দেখুন

এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ‌

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সর্বনাশ! পুকুরের জলে ওটা কী ভাসছে? দেখা মাত্রই খবর গেল থানায়! আতঙ্ক বলরামপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল