এলাকার বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেয় পুলিশে। খবর পাওয়া মাত্রই বলরামপুর থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম গুহিরাম পরামানিক। বয়স আনুমানিক ৫১ বছর। বাড়ি নেওডি গ্রামে।
ডেলিভারি বয়ের অশালীন আচরণ ক্যামেরাবন্দি! তরুণীর শরীর স্পর্শের অভিযোগ! ভাইরাল ভিডিওয় চাঞ্চল্য
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, হঠাৎই তাদের কাছে খবর আসে পুকুরের জলে গুইরাম বাবুর দেহ ভাসছে। খবর পাওয়া মাত্রই তারা সেখানে ছুটে যান। এরপর পুলিশ ওই দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। কিভাবে এই ঘটনা ঘটলো তা তাদের কাছেও পরিষ্কার নয়।
এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।