TRENDING:

শিক্ষিত হয়ে কী হবে, চাকরি কোথায়? ভোটের বাজারে প্রশ্ন মানাচরের মহিলাদের...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: দামোদরের চরে তার বসবাস৷ এখানেই বড় হয়েছেন৷ পড়াশুনা শিখেছেন৷ গ্রামের পর গ্রাম পেরিয়ে কলেজে যেতে হয়েছে৷ অনেক কষ্টে স্নাতক হয়েছেন৷ কিন্তু তাতে লাভ কী হয়েছে? চাকরি তো নেই৷ ভোটের আগে এমনই বলছেন মানাচরের মামনি সরকার৷ শুধু তিনি নন৷ গ্রামের মহিলাদেরই এমন হাল৷ তাই তার সাফ প্রশ্ন, শিক্ষিত হয়ে কী হবে, চাকরি কোথায়?অনেক দূরে দূরে পড়তে যেতে হয়৷ তাই অনেকেই তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দেন৷ সরকার বলেছে স্কুল, কলেজ হবে৷ কিন্তু কবে? তার উত্তর এই ভোটের আগেও অমিল...
advertisement

বাঁকুড়ায় বিস্তৃত চর এলাকায় বসবাস প্রায় ৫০ হাজার মানুষের৷ প্রতি বর্ষায় বসতির ঘর-বাড়ি ভাঙে৷ দামোদের গহ্বরে চলে যায় ফসলী জমি৷ প্রকৃতির সঙ্গে লড়াই মানাচরবাসীর নিত্যসঙ্গী৷ কিন্তু তারপরও সরকারি সাহায্য মেলে না৷ চাষবাস গ্রামের মানুষে প্রধান জীবিকা৷ সেই চাষেই থাবা বসায় ভাঙন৷ প্রতিবার বর্ষায় ভাঙে পাড়৷ কখনও কারও বাড়ি যায় ডুবে, কখনও আবার চাষের জমি৷ তবে গত দু’বছর ধরে চাষের ক্ষতি হলে সরকারি ভাতা পাওয়া যাচ্ছে৷ সে টাকা যদিও খুব কম...

advertisement

আরও পড়ুন ভোটে কোনও রকম 'তকমা' চায় না ওরা,দাবি বাড়ুক নিরাপত্তা...

বর্ষার পাড় ভাঙার সমস্যা যেমন রয়েছে, তমনই গরমে রয়েছে জলের সমস্যা৷ জলের স্তর অনেক নিচে নেমে যায়৷ টিউব ওয়েলেও জল উঠতে চায়না৷ নিজেদের ১ বিঘে ২৫ কাঠা জমির মধ্যে ১ বিঘে জমি চলে গিয়েছে জলের তলায়৷ আক্ষেপ মামনির৷ কিন্তু এর কোনও সুরাহা নেই৷ বলছেন তিনি৷ ভোট আসে, ভোট যায়, অনেক দেখা হয়ে গিয়েছে সকলকে, কেউ কিছুই করে না৷ কথা বলতে বলতে ক্ষোভ উগরে দেন মানাচরের এই মেয়ে৷ গ্রামের মানুষের মধ্যে একতা আছে৷ সেই একতার জোরেই কেউ কাউকে ছেড়ে যেতে চায় না৷ লড়াই করে, দাঁত কামড়ে পড়ে রয়েছেন এই গ্রামে৷

advertisement

আরও পড়ুন মধ্যবিত্তের অবস্থা সবথেকে খারাপ, কেউ নজর দেয়না, ভোটের আগে যা বলছেন পুরুলিয়াবাসী...

বছরের পর বছর ধরে রয়েছে এই জমি ভাঙার সমস্যা৷ তাকে সঙ্গে করেই বেঁচে রয়েছে এই এলাকা৷ সঙ্গে জুড়েছে দৈনন্দিন জীবনের সমস্যা৷ চাকরি নেই, হাসপাতাল নেই, স্কুলও নেই৷ সঙ্গে জুড়েছে দলীয় কোন্দল৷ বলছেন গ্রামের মেয়ে মামনি৷ তার স্বামীর চাকরি নেই৷ চাকরির আশায় জমি বেচে ৮ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন৷ কিন্তু চাকরি হয়নি৷ এখন নুন আনতে পান্তা ফোরানোর অবস্থা সংসারে৷ স্বামীর চাকরি নেই, নিজের চাকরি জোটার কোনও সম্ভাবনা নেই৷ কীভাবে চলবে সংসার? সেই চিন্তায় কপালে ভাঁজ মামনির৷ দুটি সন্তান গর্ভেই মারা গিয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন কোনও দিনই তিনি মা হতে পারবেন না৷ মানাচরের এই মহিলার কাহিনি চোখে জল আনবে৷ তিনিই বলছেন তাদের গ্রাম থেকে অনেক দূরে হাসপাতাল৷ চিকিৎসা পেতে সমস্যায় পড়েন গ্রামের লোক৷ আন্দোলন করে রাস্তা তৈরি হয়েছে গ্রামে৷ নিজেদের ভালো থাকার জন্য এই অন্দোলন চলছে৷ আরও কাজ হোক৷ কাজ হোক দ্রুততার সঙ্গে, দাবি মানাচরের মামনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিক্ষিত হয়ে কী হবে, চাকরি কোথায়? ভোটের বাজারে প্রশ্ন মানাচরের মহিলাদের...