বৃষ্টিপাতের ফলে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় দিনভর বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ বৃষ্টির জেরে ব্যাহত ট্রেন চলাচল! অফিস পৌঁছতে ভরসা ম্যাটাডোর ভ্যান, বিটি রোডে বেনজির ছবি
advertisement
পূর্বাভাস মতো এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা দশটার পর থেকে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। এদিকে বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন মেদিনীপুর শহরের পুজো উদ্যোক্তারা। শহরের অধিকাংশ পুজো মণ্ডপের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তার আগেই এই বৃষ্টিপাতের ফলে চিন্তায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের।
দুর্গাপুজোর আবহে দুর্যোগের চোখরাঙানি। লাগাতার বৃষ্টির জেরে কলকাতায় জল থইথই পরিস্থিতি। রাজ্যের বহু জেলাতেও আকাশের মুখ ভার। কোথাও কোথাও ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সারাদিন পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই বর্ষণ শুরু হয়েছে। জোর বিপাকে পড়েছেন শহরের পুজো উদ্যোক্তা সহ সাধারণ মানুষ।