ভয়ঙ্কর এই দুর্ঘটনা সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত দুজিপুর ভূইয়াপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দুজিপুরের দিক থেকে বেলাড়ের দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসের বেড়া ভেঙে রাস্তার ধারে থাকা একটি গৃহস্থের হরি মন্দিরের উপরে উঠে যায় গাড়িটি। আঘাত এতটাই জোরালো ছিল যে, প্রায় ১০০ ফুট দূরে গিয়ে পড়ে হরি মন্দিরটি।
advertisement
আরও পড়ুন: নাগেশ্বরী চা বাগানে হাড়হিম করা ছবি, উদ্ধার পূর্ণবয়স্ক লেপার্ডের দেহ! কারণ নিয়ে ধোঁয়াশা
ঘটনাস্থলে দেখা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর থেকে হরি মন্দিরের ঘর ভেঙে ওই হরি মন্দিরের ওপরেই ঝুলে ছিল গাড়িটি। তবে মারাত্মক এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ি চালক। অন্যদিকে দুর্ঘটনা জেরে গোটা এলাকা বিকট আওয়াজে কেঁপে ওঠে। আওয়াজ পেয়ে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা।
আরও পড়ুন: শীতকালীন সবজি চাষে যত্ন নেওয়ার পদ্ধতি! ভাল ফলন আসবেই বলছেন বিশেষজ্ঞরা
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পিংলা থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে পিংলা থানায় নিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কিন্তু দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আর এসবের মধ্যে গাড়ি চালক যেভাবে প্রাণে রক্ষা পেয়েছেন, তা দেখে স্থানীয়রা বলছেন, ‘রাখে হরি, মারে কে!’
