এদিন সকালেই ১১ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ দায়ের হয় শাহরুখের বিরুদ্ধে। তদন্তে নেমে সন্ধ্যা নাগাদ গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আজ পাঠানো হল মেদিনীপুর আদালতে৷
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর বিকেলে ঘটনাটি ঘটে। ওই দিন বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে খেলেছিল ১১ বছর বয়সী ওই নাবালিকা। সেইসময়ই প্রতিবেশী ওই যুবক নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। সেইসময় যুবকের বাড়িতে কেউ ছিলনা।
advertisement
আরও পড়ুন: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
সেই সুযোগেই বাড়ির দরজা লাগিয়ে দিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সোমবার সকালে নির্যাতিতা নাবালিকার মা সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।
সেইসঙ্গেই ধৃতকে মঙ্গলবার মেদিনীপুর আদালতে পাঠায় সবং থানার পুলিশ। নাবালিকার পরিবার এ বিষয়ে সাংবাদিকদের কিছু বলতে চায়নি। তবে অভিযুক্ত নিজেই নির্দোষ দাবী করেন।
