TRENDING:

West Medinipur News: শীত মানেই পিকনিক, মেদিনীপুরের ধামকুড়িয়ার জঙ্গলে চড়ুইভাতি না করলে কিন্তু বড় মিস

Last Updated:

পশ্চিম মেদিনীপুর জেলায় ধামকুড়িয়ার জঙ্গল। চারদিকে শাল পলাশের জঙ্গল, নরম শীতের রোদ আর বাতাসে মাটির গন্ধ মিশে চড়ুইভাতির আদর্শ ঠিকানা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: শীত মানেই পিকনিক! শীতের মিঠে রোদ গায়ে মেখে পরিবার, বন্ধুদের সঙ্গে সারাটা দিন হেসে-খেলে-গেয়ে কাটানো। কিন্তু পিকনিক বা চড়ুইভাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ঠিকানা! অর্থাৎ, পিকনিক কোথায় করবেন? চড়ুইভাতির জায়গা যদি ভাল না হয়, তবে কিন্তু পুরো মজাটাই মাটি।
advertisement

পশ্চিম মেদিনীপুর জেলায় ধামকুড়িয়ার জঙ্গল। চারদিকে শাল পলাশের জঙ্গল, নরম শীতের রোদ আর বাতাসে মাটির গন্ধ মিশে চড়ুইভাতির আদর্শ ঠিকানা। এই জঙ্গলে রয়েছে পানীয় জলের ভাল ব্যবস্থা, ফলে পরিবার নিয়ে গেলে আলাদা প্রস্তুতির ঝামেলাও কম। চন্দ্রকোনা শহরের গাছশীতলা এলাকা থেকে পশ্চিম দিকে কয়েক কিলোমিটার এগোলেই চোখে পড়বে একটি চেকপোস্ট। সেখান থেকে সোজা ডানদিকে নেমে গেলেই বিস্তীর্ণ শাল ও পলাশের জঙ্গল। এই জঙ্গলই ধাম কুড়িয়ার জঙ্গল নামে পরিচিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীত মানেই পিকনিক, মেদিনীপুরের ধামকুড়িয়ার জঙ্গলে চড়ুইভাতি না করলে কিন্তু বড় মিস
আরও দেখুন

এই জঙ্গল খুব বেশি গভীর নয়, নিরাপদও। শাল পাতার ফাঁক দিয়ে ঢুকে আসা সূর্যের আলো, দূরে পাখিদের কোলাহল আর প্রকৃতির নিস্তব্ধতা মনকে আলাদাই আরাম দেয়। শীতের মরশুমে এলাকায় পুলিশের টহল থাকে, ফলে নিরাপত্তার চিন্তাও তেমন নেই। শহরের যান্ত্রিক জীবনের রুটিন ছিঁড়ে একদিন ধামকুড়িয়ার জঙ্গলে কাটালে বছরভরের অক্সিজেন পেয়ে যাবেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: শীত মানেই পিকনিক, মেদিনীপুরের ধামকুড়িয়ার জঙ্গলে চড়ুইভাতি না করলে কিন্তু বড় মিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল