স্থানীয় এলাকা সূত্রে জানা গিয়েছে, এগারোমাইল থেকে বলপাইয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে গিয়ে উল্টে যায় একটি প্রাইভেট কার। চারটি চাকা উপরের দিকে, গাড়ির ভিতর রয়েছেন দু’জন। সেই অবস্থায় এলাকার মানুষ ছুটে এসে গাড়িটিকে প্রথমে সোজা করেন। এরপর ভিতর থেকে দু’জনকে বের করা হয়।
আরও পড়ুনঃ নর্দমায় ভাসছে যুবকের মৃতদেহ! মালদহে হাড়হিম করা কাণ্ড, তীব্র চাঞ্চল্য এলাকায়
advertisement
এদিন অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান গাড়িতে থাকা চালক ও অন্য আরেকজন ব্যক্তি। এই বিষয়ে পিংলা থানায় খবর দেওয়া হয়। পিংলা থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে। গাড়িতে থাকা দু’জনের তারপর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। কী কারণে এমন দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পিংলা থানার পুলিশ।
সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্ত থেকে বহু দুর্ঘটনার খবর সামনে এসেছে। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের পিংলা। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মাঠে গিয়ে উল্টে গেল একটি চারচাকা গাড়ি। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান গাড়ির ভিতর থাকা দু’জন।
