TRENDING:

Bullock Cart: একসময় ছিল রাস্তার 'রাজা', আজ অতীতের পথে! তবে চন্দ্রকোনায় এখনও দাপিয়ে বেড়াচ্ছে গরুর গাড়ি

Last Updated:

West Medinipur Bullock Cart: একটা সময় গ্রামবাংলার জীবনযাত্রায় গভীরভাবে জড়িয়ে ছিল গরুর গাড়ি। যা আজ হারিয়ে যেতে বসেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: চাষের জমি থেকে গ্রামবাংলার রাস্তায় এক ঐতিহ্যের গল্প। একটা সময় ছিল, গ্রামবাংলার জীবনযাত্রা বলতে যে ছবি প্রথম মনে আসত চাষের জমি, গোরু, লাঙল, আর সেই সঙ্গে গোরুর গাড়ি ও মোষের গাড়ি। কৃষকের ঘরের সুখ-দুঃখ, মাঠে শ্রমের ঘাম, ফসল তোলা সবকিছুর সঙ্গে এই গাড়িগুলি ছিল অতপ্রতভাবে জড়িয়ে। পথ চলা হোক কিংবা মালপত্র বহন, গোরুর গাড়ি আর মোষের গাড়ির শব্দেই যেন শুরু হত দিনের কাজ।
advertisement

কিন্তু উন্নয়ন, আধুনিকতা আর বিজ্ঞানের অগ্রগতিতে কৃষিক্ষেত্রে যুক্ত হয়েছে আধুনিক যন্ত্রপাতি। লাঙলের জায়গা দখল করেছে ট্র্যাক্টর, আর মালবহনকারী গাড়ির ভিড়ে গ্রামবাংলার চেনা দৃশ্য যেন ক্রমেই ইতিহাস হয়ে যাচ্ছে। আজকের দিনে ফসল ঘরে তোলার জন্য আর অপেক্ষা করতে হয় না ঐতিহ্যবাহী যানের ওপর। চাষের কাজে পাওয়ার টিলার থেকে শুরু করে চারা রোপণ মেশিন সবই বদলে দিয়েছে কৃষিকাজের ধরন। গ্রামাঞ্চলের রাস্তায় এখন ছুটে বেড়ায় ছোট বড় মালবাহী ভ্যান, ট্রাক, পিকআপ ভ্যান। আধুনিকতার গতিতে মানুষ সময় বাঁচাতে চায়, শ্রম সাশ্রয় করতে চায়।

advertisement

আরও পড়ুন : মিলবে প্রকৃতির অচেনা সৌন্দর্যের খোঁজ, হাতে চাঁদ পাবেন পর্যটকরা! নিয়ে আসুন পুরুলিয়া পর্যটন গাইড বুক

তাই গোরুর গাড়ি বা মোষের গাড়ি যেন অনেকের কাছেই এখন মূল্যহীন। নতুন প্রজন্মের অনেকেই এই যানগুলো দেখেই না, ব্যবহার তো দূরের কথা। যেন একসময়কার প্রাণের সঙ্গী আজ শুধুই গ্রামবাংলার স্মৃতিতে রয়ে গেছে। তবু বিস্ময়করভাবে, আজও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বুকে দেখা যায় গোরুর গাড়ি ও মোষের গাড়ির চলাচল। কখনও মালপত্র বহন, কখনও খামারের কাজে, আবার কখনও স্রেফ ঐতিহ্য টিকিয়ে রাখার তাগিদে এখনও কিছু পরিবার এই যানগুলি ব্যবহার করেন গর্বের সঙ্গে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জলদাপাড়া জঙ্গল সাফারিতে দুই গন্ডারের শক্তি প্রদর্শন, ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন!
আরও দেখুন

আধুনিকতার কাছে মূল্য হারালেও, পুরনো দিনের মানুষদের কাছে এগুলি এখনও এক অনন্য অনুভূতির নাম। এক টুকরো ইতিহাস, এক গভীর ভাবগাম্ভীর্যের প্রতীক। এই গাড়িগুলি শুধু যান নয়, এগুলি গ্রামবাংলার শেকড়, কৃষিকুলের পরম স্মৃতি, আর ঐতিহ্যের উত্তরাধিকার। চন্দ্রকোনার এই দৃশ্য তাই আজও মনে করিয়ে দেয়, যতই উন্নয়ন হোক, মানুষের মাটির টান, চাষের স্মৃতি আর গোরু-মোষের নিঃশব্দ সঙ্গ কখনও পুরোপুরি হারিয়ে যায় না। এগুলি ধরে রাখে গ্রামজীবনের প্রকৃত পরিচয়, ইতিহাস আর আবেগকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bullock Cart: একসময় ছিল রাস্তার 'রাজা', আজ অতীতের পথে! তবে চন্দ্রকোনায় এখনও দাপিয়ে বেড়াচ্ছে গরুর গাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল