TRENDING:

West Medinipur News: বিএলআরও অফিসে ঢুকে অস্থায়ী কর্মীকে ধারালো অস্ত্রের কোপ! রক্তে ভাসল মেঝে, হাড়হিম করা কাণ্ড মেদিনীপুরে

Last Updated:

West Medinipur News: মেদিনীপুর সদর বিএলআরও অফিসে ঢুকে এক অস্থায়ী কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে কর্মীর। এই ঘটনার পর দফতরের অন্যান্য কর্মীরা আতঙ্কিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: মেদিনীপুর সদর বিএলআরও অফিসের মধ্যেই আক্রান্ত বিএলআরও অফিসের এক অস্থায়ী কর্মী। মাথা ফাটল ওই কর্মীর। গুরুতর আহত অবস্থায় থেকে ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মেদিনীপুর সদর বিএলআরও অফিস
মেদিনীপুর সদর বিএলআরও অফিস
advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মেদিনীপুর সদর বিএলআরও অফিসে ঢুকে আসতু মল্লিক নামে এক অস্থায়ী কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ঘটনায় হকচকিয়ে যান BLRO অফিসের কর্মীরা। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি বিএলআরও অফিস ছেড়ে চম্পট দেয়।

আরও পড়ুনঃ নৌকা থেকে নামতে গিয়ে পা হড়কে নদীবক্ষে, ভাগীরথীতে তলিয়ে গেলেন বৃদ্ধ, নদী তোলপাড় করে চলছে খোঁজ

advertisement

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় কর্মীকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা না হলেও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের তরফে যোগাযোগ করা হয় মেদিনীপুর কোতোয়ালি থানার সঙ্গে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ খাদির হাত ধরে বাংলার সূক্ষ্ম সুতি আবার ফিরছে, প্রাণ পাচ্ছে মসলিন শিল্প, একযোগে কাপড় বুনছেন মহিলা-পুরুষ শিল্পী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ৩০ টাকায় এক হাত লম্বা 'এগরোল'...! কোথায় পাওয়া যাচ্ছে জানেন? বিরাট চমক
আরও দেখুন

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ভূমি রাজস্ব দফতরের কর্মীদের মধ্যে। ঘটনা ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন। ঘটনার এতক্ষণ পরেও ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন চিহ্নিত করা গেল না অভিযুক্তকে? বিএলআরও অফিসের মধ্যে ঢুকে একজন কর্মীর উপর আক্রমণ করা হলে বাকি কর্মীদের নিরাপত্তা কোথায়? কী কারণে এই গোটা ঘটনার সূত্রপাত? এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বিএলআরও অফিসে ঢুকে অস্থায়ী কর্মীকে ধারালো অস্ত্রের কোপ! রক্তে ভাসল মেঝে, হাড়হিম করা কাণ্ড মেদিনীপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল