এককালে শহরে ছিল ভিডিও হল। পরবর্তীতে অবশ্য হয় সিনেমা হল। তারপর ঝাঁ চকচকে সিনেমা দেখার প্রবণতা ছিল। তবে হাতের মুঠোয় ফোন কিংবা বাড়িতে টেলিভিশনের কারণে এখন অধিকাংশ জায়গায় বন্ধ হয়ে গিয়েছে সিনেমা হল। এককালে হারিয়ে গিয়েছে ভিডিও হল। হলে ঝুলছে তালা। ৯০ এর দশকে যে স্বাদ নিতে গ্রাম থেকে শহরে যেতেন বহু মানুষ তা এখন ভুলতে বসেছেন তারা। ভিডিও হলে হই হুল্লোড় করে সিনেমা দেখা এখন অতীত। তাই বয়স্কদের কাছে সেই দিন ফিরিয়ে দিতে এবং ছোট ছোট ছেলেদের কাছে সিনেমা দেখার মানসিকতা তৈরি করতে অভিনব আয়োজন তাদের।
advertisement
আরও পড়ুন: ‘খেল- না’! পুরনো দিনের খেলা নিয়ে তৈরি ‘এই’ পুজো মণ্ডপ, দেখেই মন গলে যাচ্ছে ৮০-র দশকের দর্শনার্থীদের
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল কেশিয়াড়ির অর্জুনগেরিয়া টুয়েলভ স্টার ক্লাবের উদ্যোগে শ্যামাপুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি তৈরি করা হয় ভিডিও হল। বড়পর্দায় দেখান হয় সিনেমা। গ্রামের মানুষ বিভিন্ন কাজের পর সেই সিনেমা উপভোগ করে প্রায় তিন ঘন্টা ধরে। উদ্যোক্তাদের দাবি, বাড়িতে বাড়িতে টেলিভিশন থাকার সত্বেও ভিডিও বা সিনেমা হলে বসে একসঙ্গে সিনেমা দেখার আনন্দ ফিরিয়ে দিতে এই আয়োজন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও এদিনের এই একদিনের ভিডিও হলে বেশ উত্তেজনা ছিল। প্রায় তিন ঘন্টা সিনেমা উপভোগ করলেন গ্রামবাসীরা।