জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি রক্তদান শিবিরে নিজেদের চুল দান করলেন ওই দুই মহিলা। যা বিশেষ এক ট্রাস্টের মধ্য দিয়ে পৌঁছে যাবে ক্যান্সার আক্রান্তদের কাছে। মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে, একাধিক জায়গায় নানা শিবিরের আয়োজন করা হয়। কোথাও রক্তদান শিবির, কোথাও আবার ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য চুল দান করেন মহিলারা। এই ব্লাড ডোনার্স ফোরামের মহিলা সদস্য সুজাতা মাইতির অনুপ্রেরণায় দুই গৃহবধূ ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের শখের চুল দান করলেন। এই চুল পৌঁছে যাবে পশ্চিম মেদিনীপুরের।
advertisement
আরও পড়ুন: বাগান জুড়ে লাখ লাখ টাকার ফল, অবসর নিয়েই যা করলেন সেনা কর্মী, জানলে অবাক হবেন
সবং-এর লুটুনিয়ার বাসিন্দা গৃহবধূ সুতপা দে এবং ডেবরা থানার মহিষাগেরিয়ার বাসিন্দা গীতা রানী জানা দুজন চুল দান করেন। শিক্ষিকা সুজাতা মাইতির অনুপ্রেরণায় এই চুল দান করেন তারা। শিক্ষিকা সুজাতা মাইতি বলেন, “সারাদিন আমাদের নানা পরিচর্যা করি। চুল থেকে শরীরের পরিচর্যা করলেও যারা ক্যান্সারে আক্রান্ত কেমো দেওয়ার কারণে তাদের চুল উঠে যায়। তাই এই দুই মহিলা শুধু নয় এলাকার বেশ কিছু মহিলা এগিয়ে এসেছেন তাদের জন্য নিজেদের শখের চুল দান করেছেন। চুলদাতা মহিলারাও খুশি এই চুল দান করতে পেরে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মহিলাদের শখ এবং গর্ব তাদের চুল। কিন্তু সেই চুল কেটেই দান করে দিলেন ক্যান্সার আক্রান্তদের জন্য। পরবর্তীতে কুরিয়ার বা স্পিড পোস্ট মারফত পৌঁছে যাবে তাদের কাছে। বিশেষ ট্রাস্টের মধ্য দিয়ে এই ভাবনা। আগামীতে গ্রামীণ মহিলাদের আরও উদ্যোগী করতে চান এরা।
রঞ্জন চন্দ