বরাবরই আপনার ঘুরতে যাবার শখ? নিত্য নতুন ডেস্টিনেশন এর খোঁজ করেন? কয়েকবার কি ফুলের উপত্যকা ক্ষীরাই ঘুরে ফেলেছেন? তবে চিন্তা কিসের? কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এমন সুন্দর আরেক ফুলের সাম্রাজ্য। ঘুরে দেখুন একদিনে। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, নদীর পাড় বরাবর সরষের ক্ষেত। হলুদ গেরুয়া ফুলের সাম্রাজ্যে একবার প্রবেশ করলে হারিয়ে যাবেন এক বিভোরে। জানেন কোথায় রয়েছে এমন সুন্দর একটা জায়গা? যা ছবির মতো ধরা দেবে আপনার চোখের সামনে।
advertisement
আরও পড়ুন : দুধ, চালের গুঁড়ো, নলেন গুড়, চিনি…বাড়িতেই বানান পাটিসাপটা, মালপোয়া, সরাপিঠে, পুলিপিঠে! রইল সহজ রেসিপি
ফুলের সাম্রাজ্য ক্ষীরাইতে বেশ ভিড় লেগে থাকে এই সময়। তবে এখানে নেই কোনও কোলাহল, নেই যান্ত্রিকতার আওয়াজ। শান্ত গ্রাম্য পরিবেশ, মাঝে বেশ কয়েক বিঘা জায়গায় শুধু গাঁদা ফুল আর সরষে ক্ষেত। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বড়কলা এলাকায় একাধিক জায়গায় রয়েছে এই ক্ষেত ও গাঁদা ফুলের বাগান। প্রতিদিন কমবেশি ভিড় জমছে এখানে। ফুলের বাগানে ঢুকে আপনি ছবি তুলতে পারবেন, অনুভব করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। শুধু তাই নয় এই ফুলের বাগান থেকে মাত্র কয়েক মিটার দূরে কংসাবতী নদী। নদীর শান্ত প্রবাহ আপনাকে এক আলাদা অনুভূতি দেবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই একটা দিন যারা ঘুরে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই ঘুরে দেখুন এই জায়গা। খড়গপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এমন সুন্দর ফুলের সাম্রাজ্য। কীভাবে পৌঁছতে পারবেন সেখানে? খড়গপুর স্টেশন কিংবা বাসস্ট্যান্ডে নেমে অটো বা টোটোতে আসতে হবে আপনাকে বড়কলাতে। সেখানেই রাস্তায় দুই পাশে ফুলের ক্ষেত। সারাদিন এই ক্লান্তি নিমেষে সেই দূর হয়ে যাবে এখানে।