TRENDING:

West Medinipur News: রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন! এক ঝটকায় পুড়ে ছাই ৬ বিঘা জমির ফসল, চরম সর্বনাশ কৃষকদের

Last Updated:

West Medinipur News: স্থানীয় মানুষজন পাম্প চালিয়ে ধানের আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ধান পুড়ে যাওয়ায় চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন কৃষক পরিবারগুলি। ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি, পুলিশ অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করুক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ রাতের অন্ধকারে কৃষকদের চরম সর্বনাশ। পরপর তিনটি ধানের গাদায় আগুন লাগিয়ে দল দুষ্কৃতীরা। এমনই অভিযোগ তুলেছেন কৃষকরা। তাঁদের দাবি, ক্ষতিগ্রস্ত খামারে থাকা ৬ বিঘে জমির ধান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এর আনুমানিক মূল্য ১ লক্ষ টাকারও বেশি।
পুড়ে যাওয়া ধান
পুড়ে যাওয়া ধান
advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের তাতারপুর গ্রাম পঞ্চায়েতের শোলা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই গ্রামেরই বাসিন্দা তাপস দাস, দেবীপ্রসাদ দাস ও মনসা দাস। এই সমস্ত কৃষকেরা মাঠের ধান খামারে এনে মজুত করে রেখেছিলেন। কাল রাত নাগাদ দেখা যায়, সেই ধানে দাউ দাউ করে আগুন জ্বলছে।

আরও পড়ুনঃ শীতের মরশুমে ঝাড়গ্রাম ঘুরতে যাওয়ার মজা বেড়ে দ্বিগুণ! মহিলাদের অভিনব আয়োজন, না গেলে মিস করতে হবে গ্যারান্টি

advertisement

স্থানীয় মানুষজন পাম্প চালিয়ে ধানের আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। দমকল ও পুলিশে এই বিষয়ে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে তাঁরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, পুলিশ অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করুক। এদিকে ধান পুড়ে যাওয়ায় আর্থিক সংকটের সম্মুখীন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলি।

সেরা ভিডিও

আরও দেখুন
২১০ টাকা খরচ করে ঘুরে গেল ভাগ্যের চাকা! খেতমজুরের জীবনে অভাবের দিন শেষ
আরও দেখুন

কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল ধান। রাতের অন্ধকারে তাতেই আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত খামারে থাকা ৬ বিঘে জমির ধান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এর আনুমানিক মূল্য ১ লক্ষ টাকারও বেশি। এর ফলে চরম আর্থিক সংকটের সম্মুখীন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন! এক ঝটকায় পুড়ে ছাই ৬ বিঘা জমির ফসল, চরম সর্বনাশ কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল