পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের তাতারপুর গ্রাম পঞ্চায়েতের শোলা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই গ্রামেরই বাসিন্দা তাপস দাস, দেবীপ্রসাদ দাস ও মনসা দাস। এই সমস্ত কৃষকেরা মাঠের ধান খামারে এনে মজুত করে রেখেছিলেন। কাল রাত নাগাদ দেখা যায়, সেই ধানে দাউ দাউ করে আগুন জ্বলছে।
advertisement
স্থানীয় মানুষজন পাম্প চালিয়ে ধানের আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। দমকল ও পুলিশে এই বিষয়ে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে তাঁরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, পুলিশ অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করুক। এদিকে ধান পুড়ে যাওয়ায় আর্থিক সংকটের সম্মুখীন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলি।
কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল ধান। রাতের অন্ধকারে তাতেই আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত খামারে থাকা ৬ বিঘে জমির ধান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এর আনুমানিক মূল্য ১ লক্ষ টাকারও বেশি। এর ফলে চরম আর্থিক সংকটের সম্মুখীন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলি।
