TRENDING:

West Bengal Weather Update: কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Last Updated:

আজ, বৃহস্পতিবার কালীপুজোর দিন কলকাতাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ সাহা, কলকাতা: দুর্গাপুজোর সময় কলকাতায় তেমন বৃষ্টি হয়নি। তবে কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অন্য দিকে, কালীপুজোর আগে খানিক শীতের আমেজ অনুভূত হচ্ছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়
কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়
advertisement

আজ, বৃহস্পতিবার কালীপুজোর দিন কলকাতাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আট জেলায়। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় কালীপুজোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন- পাখির চোখ ২০২৬, বাংলার ১ কোটি ভোটারকে সদস্য করাই টার্গেট বিজেপির

কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে রাজ্যে। উইকেন্ড থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া। পার্বত্য কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

advertisement

কলকাতায় আজ, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কালীপুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু।

রবিবার ভাইফোঁটার দিন শুষ্ক আবহাওয়া থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ। দুপুরের পর কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা অবশ্য সামান্য রয়েছে শহরে। হালকা বৃষ্টি সামান্য সময়ের জন্য হতে পারে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

advertisement

আরও পড়ুন- রীতিমতো ফাঁদ পেতে এটিএম থেকে টাকা চুরি! প্রতারণার অভিযোগে পুলিশের জালে বাবা-ছেলে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১.২ মিলিমিটার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল