TRENDING:

West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি গতিতে ঝড়ের পূর্বাভাসও রয়েছে !

Last Updated:

বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

advertisement
বিশ্বজিৎ সাহা, কলকাতা: পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়েছে, শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ অঞ্চল আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও চলবে ঝড়-বৃষ্টি। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি
দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি
advertisement

আরও পড়ুন– রাজ্যের উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, দক্ষিণবঙ্গের সব জেলায় দিনভর বৃষ্টি পূর্বাভাস

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। নিম্নচাপের একনাগাড়ে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের কিছু এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্র। কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ২৪ ঘণ্টা পর নিম্নচাপের প্রভাব কমবে। বুধবার পর্যন্ত চলবে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি।

advertisement

★ আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

★বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে।

advertisement

আরও পড়ুন– এসডিএম স্ত্রীর কাছে ভরণপোষণ ভাতা দাবি করলেন স্যানটেশনকর্মী স্বামী ! জ্যোতি-অলোক বিবাহবিচ্ছেদ মামলায় নয়া মোড়

উত্তরবঙ্গের আবহাওয়া:

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে দমকা ঝড় ও বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে।

★আজ, মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

advertisement

★উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উপরের দিকের পাঁচ জেলায় চলবে। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা ১৯ ও ২০ জুলাই শনি ও রবিবার।

★আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রের ঝোড়ো বাতাস প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে বইবে। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

★উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। নদীর জল স্তর বেশ কিছু এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীর জলস্তর বাড়তে পারে। কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। শহর এলাকায় জল জমে ট্রাফিক জ্যাম হতে পারে। রাস্তায়, বিশেষ করে পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমানতা অনেকটা কমতে পারে ভারী বৃষ্টির কারণে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি গতিতে ঝড়ের পূর্বাভাসও রয়েছে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল