TRENDING:

West Bengal Weather Forecast: রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল, ঝড়-বৃষ্টির প্রকোপ কি কমবে কিছুটা? জেনে নিন আবহাওয়ার আপডেট

Last Updated:

বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বুধবার উত্তরের সব জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ সাহা, কলকাতা: রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল। কিন্তু ঝড়-বৃষ্টি এখনই থামছে না রাজ্যে। আজ, বুধবার ঝড়-বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বুধবার উত্তরের সব জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তাল থাকতে পারে সমুদ্র। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
ঝড়-বৃষ্টির প্রকোপ কি কমবে কিছুটা?
ঝড়-বৃষ্টির প্রকোপ কি কমবে কিছুটা?
advertisement

★দক্ষিণবঙ্গের আবহাওয়া

দিনভর আংশিক মেঘলা আকাশ; মাঝে মাঝে সূর্যোদয়। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইবে। আজ, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামিকাল, বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।

advertisement

আরও পড়ুন– ৮৪ লাখের মার্সিডিজ বেঞ্জ ছেড়ে দিতে হল মাত্র আড়াই লাখে ! দিল্লির নতুন জ্বালানি নিয়ম দূষণকে প্রশ্রয় দেবে না

বুধবার কলকাতা-সহ সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কমবে। রোদ উঠবে, বাড়বে অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অধিকাংশ জায়গাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

advertisement

বৃহস্পতিবার ফের মেঘলা আকাশের সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে।

advertisement

আরও পড়ুন- অ্যাকাউন্টে মাত্র ৫৫৬ টাকা, ফ্ল্যাটের বাইরে বোর্ড ঝুলিয়ে একদিনেই ৩.৭২ কোটি টাকা আয় ! হতবাক পুলিশও

উইকেন্ডে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ৮ জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

advertisement

রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।

★উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন– এক সময় ছিল ৫০০ একর জমি আর প্রাসাদোপম অট্টালিকা, অথচ এখন কপর্দকশূন্য অবস্থা ! তামিল কমেডি তারকা সত্যানের কাহিনি হার মানাবে সিনেমার গল্পকেও

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Forecast: রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল, ঝড়-বৃষ্টির প্রকোপ কি কমবে কিছুটা? জেনে নিন আবহাওয়ার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল