এবার টেট উত্তীর্ণ প্রার্থী তালিকায় নাম রয়েছে CPIM নেতা সুজন চক্রবর্তীর। গত সোমবার থেকে সকলে এমনটাই জানেন। কিন্তু টেট উত্তীর্ণ প্রার্থী তালিকায় নাম থাকা সুজন চক্রবর্তী আর CPIM নেতা সুজন চক্রবর্তীর মধ্যে রয়েছে অনেক তফাৎ। এ সুজন সে সুজন নয়, এই সুজন চক্রবর্তী হলেন হাবরার বাসিন্দা মধ্যবিত্ত ঘরের ছেলে সুজন চক্রবর্তী।
advertisement
আরও পড়ুন: TET-এর পর এবার D.El.Ed. পরীক্ষা নিয়ে বিরাট পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের, জানুন
টেট-কাণ্ডে ইতিমধ্যে নাম জড়িয়ে সংবাদমাধ্যমের চর্চার বিষয় হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের নাম। তার মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ-সহ একাধিক নাম। আর তা জেনেই এবার নামবিভ্রাটের গ্যারাকলে পরলেন হাবরার কামারথুবার বাসিন্দা সুজন চক্রবর্তী। গত দু'দিন ধরে দিনে রাতে যখন তখন আসছে ফোন। দিনে পঞ্চাশ থেকে ৬০টি করে ফোন আসছে গত কয়েকদিনে। এই পরিস্থিতিতে বেজায় সমস্যায় পড়েছে গোটা পরিবার। এখন রীতিমতো সাধারণ মানুষদের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছেন পেশায় সহযোগী শিক্ষক হাবরার এই সুজন চক্রবর্তী।
আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির স্বপ্নপূরণ করতে চান? প্রবেশনারি অফিসার নিয়োগ হচ্ছে, জানুন
অনেকেই এখন তাঁকে ভাবছেন তিনি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং তাঁর নামই টেট তালিকায় রয়েছে। ইতিমধ্যে বহু সাংবাদিকের ফোন এসেছে। শিক্ষা দফতরের থেকেও বিষয়টি নিশ্চিত করার জন্য ফোন করা হয়েছিল বলে জানান সুজনবাবু। গত কয়েকদিনে সাধারণ জীবন অনেকটাই বিশৃঙ্খলার মধ্যে পড়েছে এই নামবিভ্রাটের কারণে। এখন তিনি কী করবেন বুঝে উঠতে না পেরে সংবাদমাধ্যমের কাছেই দ্বারস্থ হয়েছেন বিষয়টি খোলসা করতে। তাঁকে যাতে আর বিরক্ত না করা হয়, সেই আবেদনও করেছেন তিনি।
জিয়াউল আলম