আরও পড়ুনঃ আটার সঙ্গে মেশান ‘দু-চামচ’ এই জিনিস! রুটির পুষ্টিগুণে উধাও হবে কোলেস্টেরল, কমবে প্রেশার
সোমবার ধৃত হাসান আলিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তাতে উঠে আসা তথ্যের ভিত্তিতে মালদহের একাধিক এলাকায় অভিযান চালিয়ে পিন্টু সেখ, জামাল সেখ, শ্রবণ সরকার ও রকি সেখ নামে ৪ জনকে গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ধৃতদের আজ বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
advertisement
ধৃত রকি সেখ মালদহের ভগবানপুর কেবিএস স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন। পূর্ব বর্ধমান জেলা পুলিশের দাবি, ধৃত রকি সেখ-ই একাধিক স্কুলের অ্যাকাউন্ট লগইন ক্রেডেনশিয়াল শেয়ার করে দেয় যা সরকারি তহবিলের টাকা তছরুপিতে সাহায্য করে। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ একটি পোর্টাল হ্যাক করে পূর্ব বর্ধমানের পড়ুয়াদের টাকা।
লোপাট করে দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য পায় বর্ধমান সাইবার থানার পুলিশ। পড়ুয়াদের ট্যাবের টাকা হাতানোর ঘটনায় মালদহ থেকে হাসান আলি নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাকে সোমবার বর্ধমান আদালতে তোলা হয়।
আরও পড়ুনঃ চরম ক্ষতিকর…! লোভে পড়েও ভুলে ‘আনারস’ খাবেন না ‘এরা’, জানুন কাদের জন্য বিরাট বিপজ্জনক!
রাজ্য সরকারের বাংলার শিক্ষা নামের একটি পোর্টাল হ্যাক করে একাদশ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই ট্যাবের টাকা হাতানোর ঘটনায় হাসেম আলি নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। সে মালদহ জেলার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খুদিটোলা এলাকার বাসিন্দা। তাকে জেরা করে বাকি চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হল। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় মালদহ জেলার পুলিশ। তাতেই মেলে সাফল্য।