ঘটনা কাঁথি এক নম্বর ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯৬ নম্বর কৃষ্ণ খয়রাতিবাড় গ্রামের। অভিযোগ, বিজেপি প্রার্থী নীলিমা দত্ত প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে চায়ের দোকানে বসেছিলেন৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামী হৃষীকেশ দত্ত-সহ তাঁর দলের অন্যান্য কর্মীরা।
আরও পড়ুন: ভোটের ময়দানেও সামনে ননদিনী রায়বাঘিনি! কে জিতবে বৌদি না ননদ? জোর টক্কর
advertisement
অভিযোগ, সেই সময়ই অতর্কিতে স্থানীয় তৃণমূল প্রার্থী উজ্জ্বলা পাল, তাঁর স্বামী প্রকৃতি পাল, তাঁদের দলবল-সহ নীলিমাদের উপরে চড়াও হয়৷ বিজেপি প্রার্থীর স্বামীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ ভেঙে দেওয়া হয় মোবাইল।
বেধড়ক মারধরের ফলে হৃষীকেশ দত্ত ও তাঁর দলের একজন কর্মীকে গত বুধবার রাতেই কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন: বাচ্চাকে ঘন ঘন চুমু খান! আপনার আদর অজান্তেই ওর বিশাল ক্ষতি করে ফেলছে না তো?
উল্লেখ্য, গত ১৯ জুন এই প্রার্থীর বাড়িতেই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ভয় দেখানোর জন্য সাদা কাপড়, মিষ্টির প্যাকেট, ফুলের মালা রেখে গিয়েছিল বলে অভিযোগ বিজেপি প্রার্থীর৷ সঙ্গে একটি সাদা কাগজে লেখা ছিল, ‘‘স্বামীর ভাল চাইলে পদ থেকে সরে দাঁড়ান।’’
সেদিনের সেই ঘটনার পরেই আবার এই মারধরের ঘটনা। রাজনৈতিক তাপ উত্তাপ বাড়ছে গোটা এলাকায়।