TRENDING:

রাজ্যে বেড়েছে বাঘের সংখ্যা, জানাচ্ছেন বনমন্ত্রী

Last Updated:

শীঘ্রই প্রকাশ করা হবে বাঘের সংখ্যা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: রাজ্যে বাড়ছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ৷ সুন্দরবনে সেই বাঘের সংখ্যা গত কয়েক মাসের পরিসংখ্যান অনুযায়ী বেড়েছে বলে আশাপ্রকাশ করেছে রাজ্যের বন দফতর। তবে এই প্রসঙ্গে বন দফতরের যুক্তি, হায়দরাবাদ থেকে সম্পূর্ণ তথ্য এসে গেলেই পুরো সংখ্যা জানিয়ে দেওয়া হবে।
রাজ্যে বেড়েছে বাঘের সংখ্যা, জানাচ্ছেন বনমন্ত্রী
রাজ্যে বেড়েছে বাঘের সংখ্যা, জানাচ্ছেন বনমন্ত্রী
advertisement

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দেওয়া হিসাব অনুযায়ী, সুন্দরবনের ভারতীয় অংশে এই মুহূর্তে রয়‌্যাল বেঙ্গল টাইগারের সংখ‌্যা কমবেশি ১২৩টি। জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ‘‘গত বছরের বাঘ শুমার অনুযায়ী আমাদের রাজ্যের সুন্দরবনে বাঘের সংখ‌্যা ছিল ৯৬টি। এ বছরের শুমারের তথ‌্য ও ছবি হায়দরাবাদে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি। তবে সংখ‌্যা বাড়ার ঈঙ্গিত মিলেছে। নতুন ২৭টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছে।’’

advertisement

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে বাংলা জিততে বিজেপির বাজি বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তী! মহাগুরু জেলা সফরে আজ বাঁকুড়ায়

ইতিমধ্যেই এই বিষয়ে যাবতীয় তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ‘‘বাঘ শুমার করতে গিয়ে সুন্দরবন এলাকায় রামগঙ্গা ও অন‌্যান‌্য এলাকায় অন্তত পাঁচটি দ্বীপে বাঘের সন্ধান মিলেছে। এই দ্বীপগুলিতে টাইগার রিজার্ভ এরিয়ার অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখানকার সংখ‌্যাটাও যোগ হবে। আগামী দিনে এখানকার বাঘেরাও বাচ্চার জন্ম দেবে। সংখ‌্যায় বাড়বে।’’

advertisement

রাজ্যের বন দফতরের পরিসংখ্যান অনুযায়ী ‘‘সুন্দরবনের মোট আয়তন ১০ হাজার বর্গ কিমি। তার মধ্যে অধিকাংশটাই বাংলাদেশের অন্তর্গত, ৬০০০ কিমি। বাকি ৪০০০ কিমি ভারতে। আয়তনে বড় হলেও বাংলাদেশের বাদাবনে বাঘের খাবার নেই বললেই চলে। আর এই রাজ্যের গ্রামে বাঘ ঢোকা রুখতে জঙ্গলে খাবারের জোগান অক্ষুণ্ণ রাখতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ‌্য সরকার। সেই টানেই সীমান্ত পেরিয়ে ক্রমাগত বাঘ আসতে শুরু করেছে ভারতে। ২০০৪ সালে বাংলাদেশে ৪০০-র কাছাকাছি বাঘ ছিল। ২০১৭-য় সেই সংখ‌্যাটা দাঁড়িয়েছিল ১৫০-এ। পাঁচ বছর পরে সেই সংখ্যাটা বৃদ্ধি পাওয়ার আশা দেখা দিয়েছে।

advertisement

আরও পড়ুন- ডিসেম্বরে ২৫কে ম্যারাথনের জন্য প্রস্তুত কলকাতা! নজর কাড়বে ঝুলন-শুভশ্রীর উজ্জ্বল উপস্থিতি

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ‘‘জঙ্গলে খাবারে টান ধরলেই বাঘ গ্রামে ঢুকে পড়ে। সে কারণে বাঘ নিয়ে মাস্টার প্ল‌্যান বানানোর নির্দেশ দিয়েছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। বাদাবনে বাঘের খাদ্যের ভাঁড়ারে যাতে টান না ধরে, তা নিয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে নৌকায় চাপিয়ে হরিণ ও শূকর নিয়মিত ছেড়ে দিয়ে আসা হয় গভীর জঙ্গলে বাঘের এলাকায়। আর ওদিকে বাংলাদেশের জঙ্গলে খাবার নেই। তাই বাঘ এদেশে চলে আসছে। বাংলাদেশে ১২০টার মতো বাঘ আছে আপাতত। বাকিরা সবাই এপারে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে সুন্দরবনের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে গ্রামগুলিকে বিশেষ ‘অ‌্যালিমুনিয়াম ফ্লেক্সিবল’ তারজাল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। এ ছাড়া রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ১৭টি বাঘের গলায় রেডিও কলার পরানো হয়েছে। এর ফলে বোঝা যাবে বাঘের গতিবিধি।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্যে বেড়েছে বাঘের সংখ্যা, জানাচ্ছেন বনমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল