TRENDING:

বন্ধুদের সাথে মাছ ধরতে এসে পুকুরের জলে তলিয়ে গেল কলেজ পড়ুয়া

Last Updated:

বন্ধুদের সাথে মাছ ধরতে এসে পুকুরের জলে তলিয়ে গেল কলেজ পড়ুয়া। জানা গিয়েছে, হাবরা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের শ্রী চৈতন্য কলেজের হোস্টেল মাঠের পাশের পুকুরে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে এসেছিল হাবরা কৈপুকুর পল্লীমঙ্গল এলাকার বছর উনিশের সুমিত হালদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাবড়া, জিয়াউল আলম: বন্ধুদের সাথে মাছ ধরতে এসে পুকুরের জলে তলিয়ে গেল কলেজ পড়ুয়া। জানা গিয়েছে, হাবড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের শ্রী চৈতন্য কলেজের হোস্টেল মাঠের পাশের পুকুরে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে এসেছিল হাবরা কৈপুকুর পল্লীমঙ্গল এলাকার বছর উনিশের সুমিত হালদার।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! সজোরে ডিভাইডারে ধাক্কা মারল থার, দলা পাকিয়ে গেলেন পাঁচ যাত্রী! রক্তে ভাসল এলাকা

দীর্ঘক্ষণ ছিপ দিয়ে মাছ ধরার পরে, বন্ধুদের সঙ্গে স্নান করতে নামেন সুমিত। বাকি বন্ধুরা উঠে এলেও পুকুরের এই গভীর জলাশয়ে তলিয়ে যায় কলেজ পড়ুয়া সুমিত। এই খবর ছড়াতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং হাবড়া থানার পুলিশ।

advertisement

আরও পড়ুন: SSC পরীক্ষা নিয়ে ফের মামলা হাই কোর্টে, জরুরি ভিত্তি শুনানি হবে, কী হবে এবার! বৃষ্টির দিনে আদালতে চাঞ্চল্য

পুকুরের গভীরতা বেশি থাকায় স্থানীয়রা পুকুরে নামতে পারেননি। খবর দেওয়া হয়েছে ডুবুরীকে। খবর পেয়ে সুমিতের পরিবারের সদস্যরাও ছুটে আসেন পুকুর পাড়ে। তবে দুর্ঘটনা ঘটার পরে তিন ঘণ্টা পার হয়ে গেল এখনো সুমিতের দেহ উদ্ধার হয়নি। কী ভাবে দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্ধুদের সাথে মাছ ধরতে এসে পুকুরের জলে তলিয়ে গেল কলেজ পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল