নবকুমার রায়, পূর্ব বর্ধমান: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে টানাপড়েন, তার জেরেই অস্বাভাবিক মৃত্যু। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, স্ত্রী ও দিদিকে ফোন করে, ‘তোমরা ভালো থেকো‘ বলে আত্মঘাতী হয়েছে যুবক বলে দাবি পরিবারের।
স্ত্রী ও দিদিকে ফোনের পরেই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তেতুল পুকুর মাঠ সংলগ্ন এলাকায় গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী যুবক। মৃত ওই যুবকের নাম চিরঞ্জিত হাজরা (৩৪), তার বাড়ি সুলতানপুর পঞ্চায়েতের ইসুবপুর এলাকায়। জানা গিয়েছে পাশের গ্রাম গোপালপুর এলাকায় এক গৃহবধুর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে।
advertisement
আরও পড়ুন: চারটে বিয়ে, ১২ জনকে প্রেমের ফাঁদে ফেলে মিথ্যা অভিযোগ করে প্রতারণা! ৮ কোটি টাকা হাতিয়ে ধৃত
স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে ঝামেলাও হতো তার। তার স্ত্রী পুরনো সেই সম্পর্ক থেকে তাকে বের করে আনার চেষ্টা করলেও, মৃত ওই যুবককে তার প্রেমিকা সেই সম্পর্ক থেকে বেরতে দিচ্ছিল না বলে দাবি মৃতের পরিবারের। গতকাল অর্থাৎ মঙ্গলবারও ফোনে প্রেমিকার সঙ্গে ঝামেলা হয় ওই যুবকের। এরপর সেই কথা তার স্ত্রী এবং দিদিকে ফোন মারফত জানাই ওই যুবক। এর পরবর্তী সময় টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মাঠের ধারে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয় চিরঞ্জিত।
আরও পড়ুন: সাধারণ মানুষকে সরাসরি টাকা দেয় বেশ কিছু দেশের সরকার! যেসব দেশে রয়েছে এমন সুবিধা…
সন্ধ্যার পর তাকে দগ্ধ অবস্থায় মাঠের মধ্যেই পড়ে থাকতে দেখে তার পরিবার। তাকে উদ্ধার করে কালনা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। মৃত যুবকের এক দাদা তিনি কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি বলেন, “ভাইয়ের ওই প্রেমিকার জন্যই আজ ভাইয়ের এই পরিণতি। আমরা তার শাস্তি চাই“।
