TRENDING:

Extra Marital Affair: ঘরে স্ত্রী থাকতেও অন্য মহিলার সঙ্গে প্রেম! সম্পর্কের টানাপড়েনের জেরে চরম সিদ্ধান্ত যুবকের

Last Updated:

Extra Marital Affair: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে টানাপড়েন, তার জেরেই অস্বাভাবিক মৃত্যু। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, স্ত্রী ও দিদিকে ফোন করে, 'তোমরা ভালো থেকো' বলে আত্মঘাতী হয়েছে যুবক বলে দাবি পরিবারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

নবকুমার রায়, পূর্ব বর্ধমান: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে টানাপড়েন, তার জেরেই অস্বাভাবিক মৃত্যু। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, স্ত্রী ও দিদিকে ফোন করে, তোমরা ভালো থেকো বলে আত্মঘাতী হয়েছে যুবক বলে দাবি পরিবারের।

স্ত্রী ও দিদিকে ফোনের পরেই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তেতুল পুকুর মাঠ সংলগ্ন এলাকায় গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাত যুবক। মৃত ওই যুবকের নাম চিরঞ্জিত হাজরা (৩৪), তার বাড়ি সুলতানপুর পঞ্চায়েতের ইসুবপুর এলাকায়। জানা গিয়েছে পাশের গ্রাম গোপালপুর এলাকায় এক গৃহবধুর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে।

advertisement

আরও পড়ুন: চারটে বিয়ে, ১২ জনকে প্রেমের ফাঁদে ফেলে মিথ্যা অভিযোগ করে প্রতারণা! ৮ কোটি টাকা হাতিয়ে ধৃত

স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে ঝামেলাও হতো তার। তার স্ত্রী পুরনো সেই সম্পর্ক থেকে তাকে বের করে আনার চেষ্টা করলেও, মৃত ওই যুবককে তার প্রেমিকা সেই সম্পর্ক থেকে বেরতে দিচ্ছিল না বলে দাবি মৃতের পরিবারের। গতকাল অর্থাৎ মঙ্গলবারও ফোনে প্রেমিকার সঙ্গে ঝামেলা হয় ওই যুবকের। এরপর সেই কথা তার স্ত্রী এবং দিদিকে ফোন মারফত জানাই ওই যুবক। এর পরবর্তী সময় টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মাঠের ধারে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয় চিরঞ্জিত।

advertisement

আরও পড়ুন: সাধারণ মানুষকে সরাসরি টাকা দেয় বেশ কিছু দেশের সরকার! যেসব দেশে রয়েছে এমন সুবিধা…

সন্ধ্যার পর তাকে দগ্ধ অবস্থায় মাঠের মধ্যেই পড়ে থাকতে দেখে তার পরিবার। তাকে উদ্ধার করে কালনা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। মৃত যুবকের এক দাদা তিনি কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি বলেন, ভাইয়ের ওই প্রেমিকার জন্যই আজ ভাইয়ের এই পরিণতি। আমরা তার শাস্তি চাই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাটোয়ায় শিউড়ে ওঠার মতো থিম, মণ্ডপজুড়ে অশরীরীদের দাপাদাপি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extra Marital Affair: ঘরে স্ত্রী থাকতেও অন্য মহিলার সঙ্গে প্রেম! সম্পর্কের টানাপড়েনের জেরে চরম সিদ্ধান্ত যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল