অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: ফের রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠল, এবার নির্যাতনের শিকার হন ভিন রাজ্যের পড়ুয়া। রাজ্যের এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে দুর্গাপুরের কাছে পারদই জঙ্গল গণধর্ষণের অভিযোগ উঠেছে।
advertisement
এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়য়েছে দুর্গাপুরে। জানা গিয়েছে এলাকার শোভাপুরের কাছে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এক মেডিকেল কলেজে ওড়িশার জলেশ্বরের ঐ তরুণী ডাক্তারি পড়ছিল। গতকাল, অর্থাৎ শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ঐ ডাক্তারি পড়ুয়া কলেজ ক্যাম্পাসের বাইরে এক ছেলে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন, বেসরকারি হাসপাতালের পেছনের দিকে একটি জঙ্গলে।
ওই জঙ্গলেই নাকি নির্যাতনের শিকার হন ওই মেডিক্যাল পড়ুয়া। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে, শুরু হয়েছে তদন্ত। কী ভাবে এই ঘটনা ঘটল, কী কী ঘটেছে ছাত্রীর সঙ্গে, জানতে তৎপরতার সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ। ছাত্রীকে ডাক্তারিপড়ুয়া কে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ওই ডাক্তারি ছাত্রীর বয়ফ্রেন্ডকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় নির্যাতিতার বাবার সাথে ফোনে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।