পঙ্কজ দাশ রথী, পটাশপুর: পুজোয় হাত খরচের টাকা জোগাড় করতে একাকী অসুস্থ বৃদ্ধার বাড়িতে ঢুকে চুরি করছিল বছর পনেরোর কিশোর। চিনে ফেলায় অসুস্থ বৃদ্ধার গলায় লাইলনের দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করল কিশোর দুষ্কৃতী। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতারও করা হয়েছে। পুজোর মধ্যেই একাকী বৃদ্ধার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পটাশপুরে।
advertisement
পটাশপুরে অমরপুর গ্রামের বৃদ্ধা গৌরীবালা কর (৮২) একা বাড়িতে থাকেতেন। স্বামীর কয়েক বছর আগে মৃত্যু হয়েছে। দুই ছেলে কর্মসূত্রে পরিবার নিয়ে কলকাতায় থাকেন। অসুস্থতার কারণে বৃদ্ধা বছর খানেক হল হাঁটাচলা করতে পারেন না। মা-কে দেখাশোনার জন্য গ্রামের এক মহিলাকে রেখেছেন বৃদ্ধার বড় ছেলে। সেই মহিলা দু‘বেলা রান্না করা সহ বৃদ্ধার দেখাভাল করেন। মাস তিনেক আগে বৃদ্ধার বাড়িতে রাতে ঢুকে কয়েক হাজার টাকা চুরি করেছিল প্রতিবেশী বছর পনেরোর অভিযুক্ত কিশোর সুরজিত দাস অধিকারী।
সেই সময় বৃদ্ধা কিশোরকে চিনে ফেলেছিল। পরবর্তীতে গ্রামবাসীরা ধরপাকড় করে কিশোরের কাছ থেকে চুরির করা কয়েক হাজার টাকা উদ্ধার করেছিল। গ্রামে আকছার লোকজনের বাড়িতে চুরি করত সে। পুজোয় হাত খরচের জন্য শনিবার পঞ্চমীর রাতে বৃদ্ধার বাড়িতে ফের চুরি করতে যায় অভিযুক্ত সুরজিত। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধা সুরজিতকে চিনে ফেলেছিলেন। ফের কেন বাড়িতে চুরি করতে এসেছে, বিছানায় বসে বৃদ্ধা কিশোরকে প্রশ্ন করেন। বৃদ্ধার কথায় কর্ণপাত পা করে ব্যাগপত্র টেনে টাকা পয়সা চুরি করে সে।
গতবার চুরির ঘটনায় তার নাম বৃদ্ধা প্রতিবেশীদের জানিয়ে দিয়েছিলেন। তখন তাকে মারধর করে টাকা পয়সা উদ্ধার করা হয়েছিল। এবারও বৃদ্ধা তাকে চিনতে পারায় ফের বিষয়টি জানাজানির সম্ভাবনা তৈরী হওয়ায় ভয় পেয়ে যায় সুরজিত। চুরির তথ্য প্রমাণ লোপাটে অসুস্থ বৃদ্ধাকে খুনের পরিকল্পনা করে ওই কিশোর। প্রথমে বিছানায় বৃদ্ধার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। বৃদ্ধার সঙ্গে কিশোরের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি বেগতিক বুঝে লাইলনের দড়ি দিয়ে বৃদ্ধার গলায় পেঁচিয়ে গিট মেরে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। এই অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়। রাতে প্রতিবেশী এক ব্যক্তির বৃদ্ধার বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ হয়। বাড়ির ভিতরে ঢুকে দেখেন বৃদ্ধা মৃত অবস্থায় অগোছালো বিছানায় পড়ে রয়েছেন। রাতে পুলিশ এসে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। সকালে আটক করা হয় সন্দেহভাজন কিশোরকে। মৃতার বড় ছেলে রবিবার থানায় খুনের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কিশোর সুরজিত দাস অধিকারীকে পুলিশ গ্রেফতার করেছে। দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুজোর মধ্যে একাকী বৃদ্ধার খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।