TRENDING:

West Bengal News: মাছ ধরতে গিয়ে কোথায় গেলেন মৎস্যজীবী! কাঁথিতে ভয়াবহ ঘটনা! বিস্ফোরক অভিযোগ পরিবারের

Last Updated:

West Bengal News: নিখোঁজ মৎস্যজীবীর স্ত্রীর অভিযোগ, চক্রান্ত করে সমুদ্র ও রসুপুর সমুদ্রে ফেলে দিয়ে খুন করা হয়েছে তাঁর স্বামীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

কাঁথি: কাঁথির পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ এক মৎস্যজীব। পরিবারের অভিযোগ, শত্রুতার কারনে তাঁকে সমুদ্র মোহনায় স্রোত জলে ফেলে দিয়ে খুন করা হয়েছে বাড়ি থেকে মাছ ধরতে নিয়ে যাওয়ার পর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ ওই মৎস্যজীবী

advertisement

নিখোঁজ মৎস্যজীব স্ত্রীর অভিযোগ, চক্রান্ত করে সমুদ্ররসুপুর সমুদ্রে ফেলে দিয়ে খুন করা হয়েছে তাঁর স্বামীকে ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত সরকারিভাবে নিখোঁজ পরিবারকে কোন তথ্য দিতে পারেনি প্রশাসন। পরিবারের অভিযোগ, পাওনা টাকা বারে বারে চাওয়াতেই হয়তো এই ঘটনার শিকার হয়েছে

advertisement

আরও পড়ুন: দুর্গাপুর কাণ্ডে বিরাট মোড়! জঘন্য ঘটনার ‘মাস্টারমাইন্ড’ কে! আদালতে বিস্ফোরক দাবি নির্যাতিতার আইনজীবীর

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দু নম্বর ব্লকের কালিকাপুর গ্রামের বাসিন্দা, সেক মনসুর তিনি পেশায় মৎস্যজীবী, দীর্ঘদিন ধরে এক ট্রলার মালিকের কাছে মাছ ধরার কাজ করে আসছেন, কিছু বকেয়া টাকা বাকি ছিল বলে পরিবারের দাবি।

advertisement

গতকাল সকাল এগারোটা নাগাদ মনসুরের বাড়িতে এসে পৌঁছায় ওই ট্রলার মালিকের কর্মচারী, ওই কর্মচারী এসে জোরজবস্তি করে শেখ মনসুরকে নিয়ে যায় পেটুয়াঘাট মৎস্য বন্দরে, তারপরেই আর কোন খোঁজ নেই দুপুর পর্যন্ত, ঘটনা জানাজানি হতেই পরিবারের লোকজন দৌড়ে যায় পেটুয়াঘাটে। সঙ্গে যায় সেক মনসুরের ছেলে, তাদের জানানো হয়েছে, ট্রলারে উঠতে গিয়ে শেখ মনসুর নিচে পড়ে যায়। শেখ মনসুরের ছেলে বাবার খোঁজে সব জায়গায় জানিয়েওছে তবে বাবার দেখা পায়নিপেয়েছে বাড়ি থেকে নিয়ে যাওয়া একটি কালো রঙের গামছা। যে গামছাতে সামান্য কিছু টাকা ছিল। কিন্তু মানুষটার খোঁজ এখন পাওয়া যায়নি!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মাছ ধরতে গিয়ে কোথায় গেলেন মৎস্যজীবী! কাঁথিতে ভয়াবহ ঘটনা! বিস্ফোরক অভিযোগ পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল