কাঁথি: কাঁথির পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ এক মৎস্যজীবী। পরিবারের অভিযোগ, শত্রুতার কারনে তাঁকে সমুদ্র মোহনায় স্রোত জলে ফেলে দিয়ে খুন করা হয়েছে। বাড়ি থেকে মাছ ধরতে নিয়ে যাওয়ার পর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ ওই মৎস্যজীবী।
advertisement
নিখোঁজ মৎস্যজীবীর স্ত্রীর অভিযোগ, চক্রান্ত করে সমুদ্র ও রসুপুর সমুদ্রে ফেলে দিয়ে খুন করা হয়েছে তাঁর স্বামীকে। ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত সরকারিভাবে নিখোঁজ পরিবারকে কোন তথ্য দিতে পারেনি প্রশাসন। পরিবারের অভিযোগ, পাওনা টাকা বারে বারে চাওয়াতেই হয়তো এই ঘটনার শিকার হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দু নম্বর ব্লকের কালিকাপুর গ্রামের বাসিন্দা, সেক মনসুর তিনি পেশায় মৎস্যজীবী, দীর্ঘদিন ধরে এক ট্রলার মালিকের কাছে মাছ ধরার কাজ করে আসছেন, কিছু বকেয়া টাকা বাকি ছিল বলে পরিবারের দাবি।
গতকাল সকাল এগারোটা নাগাদ মনসুরের বাড়িতে এসে পৌঁছায় ওই ট্রলার মালিকের কর্মচারী, ওই কর্মচারী এসে জোরজবস্তি করে শেখ মনসুরকে নিয়ে যায় পেটুয়াঘাট মৎস্য বন্দরে, তারপরেই আর কোনও খোঁজ নেই দুপুর পর্যন্ত, ঘটনা জানাজানি হতেই পরিবারের লোকজন দৌড়ে যায় পেটুয়াঘাটে। সঙ্গে যায় সেক মনসুরের ছেলে, তাদের জানানো হয়েছে, ট্রলারে উঠতে গিয়ে শেখ মনসুর নিচে পড়ে যায়। শেখ মনসুরের ছেলে বাবার খোঁজে সব জায়গায় জানিয়েওছে। তবে বাবার দেখা পায়নি। পেয়েছে বাড়ি থেকে নিয়ে যাওয়া একটি কালো রঙের গামছা। যে গামছাতে সামান্য কিছু টাকা ছিল। কিন্তু মানুষটার খোঁজ এখনও পাওয়া যায়নি!