বুধবার এই অগ্নিকাণ্ডের জেরে গুরুতর আহত গৃহকর্তা রমেশ মান্না (৫৩), তাঁর স্ত্রী সুস্মিতা মান্না (৪৮), দুই মেয়ে পৃথা মান্না (২৪) এবং পর্ণা মান্না( ২২)। স্থানীয়দের উদ্যোগে অগ্নিদগ্ধ পরিবারের চার জনকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা অবনতি হওয়ায় চারজনকেই কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে আসেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী এবং ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। এদিন মেয়র বলেছেন, পেশায় মিষ্টান্ন ব্যবসায়ী রমেশ মান্না। মান্না সুইটস বেশ পুরনো এবং যথেষ্টই বিখ্যাত।
advertisement
এদিন দুপুরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে স্থানীয়রা ওই বাড়িতে যায়। দেখে পরিবারের চারজনের শরীরে তখন আগুন জ্বলছিল। হঠাৎ এমন ঘটনা কীভাবে ঘটল তা জানা যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 8:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: চন্দননগরে ভয়ঙ্কর ঘটনা! অগ্নিকাণ্ডের জেরে দগ্ধ একই পরিবারের ৪ সদস্য