মাঝি-সহ নৌকোটিতে ছিলেন পাঁচ জন। বেসামাল হয়ে নৌকোটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। মাঝি সহ তিন জনকে কিছু সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হলেও দুই পর্যটক নিখোঁজ ছিলেন। দীর্ঘ তল্লাশি পর তাদের দেহ উদ্ধার হল। তল্লাশির সময় ছাড়ি গঙ্গার পাড়ে উৎকন্ঠা নিয়ে অগণিত বাসিন্দা ভিড় করেছিলেন।
নদীয়া থেকে চুপি চরে পরিযায়ী পাখি দেখতে এসেছিল ওই চার পর্যটক। ছাড়িগঙ্গায় ভ্রমণের সময় কাত হয়ে নৌকোটি উলটে যায়। জলে পড়ে যান সকলেই। ওই নৌকায় থাকা মাঝি-সহ ৩ জনকে উদ্ধার করা হলেও নৌকাডুবিতে নিখোঁজ হন ২ পর্যটক।
advertisement
আরও পড়ুন : স্যাটারডে সাসপেন্স! দুঃসাহসিক 'অপারেশন মোজো' সফলে এক 'C' ফ্যাক্টরের মাস্টার স্ট্রোক...
উদ্ধার হওয়া দুই পর্যটক হলেন তন্ময় সিংশর্মা, তন্ময় মাঝি ও নৌকার মাঝি মদন পারুই। এর মধ্যে মদন পারুইকে পূর্বস্থলী ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সন্ধ্যা থেকে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত ও পুলিশের উদ্যোগে হ্যালোজেন লাইট লাগিয়ে নদীতে নেমে সৌরভ ভট্টাচার্য ও সৈকত চট্টোপাধ্যায়ের হদিশ পেতে তল্লাশি শুরু হয়। প্রথমে সৌরভ ও পরে সৈকতের দেহ মিলল।
জানা গিয়েছে, শনিবার বিকেল নাগাদ ওই চার পর্যটক পরিয়ায়ী পাখি দেখতে চুপিতে আসে। কাষ্ঠশালী ঘাট থেকে স্থানীয় মাঝি মদন পারুইয়ের নৌকায় চেপেছিলেন তাঁরা। নৌকা কুলতলির ঘাটের কাছে আসতেই সেটি টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে ডুবে যায়। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করে। নৌকার মাঝিকে উদ্ধার করে পূর্বস্থলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বাকি ২ জনকেও সেখানে নিয়ে যাওয়া হয়।