TRENDING:

দুপুরের পর থেকেই জেলায় জেলায় ভয়াবহ ঘটনা! বাংলায় মৃত্যু অন্তত ১৭ জনের! কেন এই মৃত্যুমিছিল জানেন? শিউরে উঠবেন শুনে

Last Updated:

West Bengal News: বৃহস্পতিবার দুপুর হতেই একাধিক জেলায় আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে। অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

দেবব্রত মণ্ডল, বাঁকুড়া, বর্ধমান: বাংলায় মর্মান্তিক মৃত্যুমিছিল বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হল। আহত হন সাত জন। বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দুপুর হতেই একাধিক জেলায় আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে। অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হয়

advertisement

বাঁকুড়াতেই শুধু মৃত্যু হয়েছে ৯ জনের। বাঁকুড়ার কোতুলপুর, ওন্দা, ইন্দাস, জয়পুরপাত্রসায়ের এলাকায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন। মৃত্যু হয়েছে কোতুলপুর থানার খিরি গ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লা (৫০) ও আসপিয়া মোল্লার। প্রাণ হারিয়েছেন মদন বাগদি নামে এক ব্যক্তিও। তাঁর বয়স ৭০বছর। বাড়ি বিষ্ণুপুর থানার বৈকন্ঠপুর গ্রামে গ্রামে। সূত্রের খবর চাষের কাজ করতে মাঠে গিয়েছিলেন তিনি। বিকেলে বৃষ্টির পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অবশেষে দেখতে পাওয়া যায় জমির উপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ তারের নিচে তার দেহ পড়ে রয়েছে।

advertisement

আরও পড়ুন: ম্যাডাম, একটু দাঁড়ান তো…’ রানাঘাটে মহিলাকে নামাল আরপিএফ-বিএসএফ! ‘ব্যাগটা খুলুন তো’, এরপরই যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের

এদিকে, ভাতারের মাধবডিহির বাসিন্দা সনাতন পাত্র (৬০) আলমপুরে মাঠে চাষ করছিলেন। সেই সময়ে বাজ পড়েমাধবডিহি থানার পুলিশ তাঁকে জখম অবস্থায় আলমপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আউসগ্রামের ভেদিয়ার বাসিন্দা রবীন টুডু (২৫) রাধামাধবপুরে মামা বাড়িতে গিয়েছিলেন। এ দিন তিনি দেয়াশা গ্রামের একটি জমিতে চাষের কাজ করছিলেন। সেই সময়ে বজ্রপাত হয়স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুসকরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

advertisement

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লাহিরগঞ্জ এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে লক্ষ্মীকান্ত পানের (৪২)। লক্ষ্মীকান্তকে আশঙ্কাজনক অবস্থায় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ধানের চারা বীজ তোলার সময়ে বজ্রপাতে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুরের কমল সরকার (৫৬)-এর মৃত্যু হয়েছে। এ ছাড়াও ধান রোপন করতে গিয়ে পুরুলিয়ার ঝালদায় গুরিডি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে সুমিত্রা মাহাতোর (৪৫)।

advertisement

পুরুলিয়ায় বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে ঝালদার গুরিডি গ্রামে। মৃতার নাম সুমিত্রা মাহাতো (৪৫)। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে নিজের চাষের জমিতে আরও কয়েকজন মহিলার সঙ্গে চাষের কাজ করছিলেন সেই সময় আচমকা বৃষ্টি শুরু হয় ও বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুপুরের পর থেকেই জেলায় জেলায় ভয়াবহ ঘটনা! বাংলায় মৃত্যু অন্তত ১৭ জনের! কেন এই মৃত্যুমিছিল জানেন? শিউরে উঠবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল