TRENDING:

Nabadwip Dham Station: ঝাঁ চকচকে, চেনা দায়! বিশ্বমানের হয়ে উঠবে নবদ্বীপধাম স্টেশন, শৌচাগার, বসার জায়গা দেখে মাথা ঘুরে যাবে

Last Updated:

Amrit Bharat Station: প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘অমৃত ভারত’ প্রকল্পের কল্যাণে অমৃতের ছোঁয়া পাবে এই স্টেশনগুলি। স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম থেকে শৌচাগার কিংবা বিশ্রামকক্ষ সব কিছুতেই বদলের ছোঁয়া লাগবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ: সারা ভারতের প্রচুর মানুষ নবদ্বীপ ধামে তীর্থ করতে আসেন। ভারতীয় রেল এইসব তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে নবদ্বীপ ধাম স্টেশনটিকে নতুনভাবে ঢেলে সাজাচ্ছে অমৃত ভারত স্কিমের আওতায়।  যার মধ্যে উল্লেখযোগ্য হল উন্নতমানের পরিষেবা, উন্নতমানের প্ল্যাটফর্ম শেড, বসার জায়গা ও ঢোকা বেরনোর রাস্তা।
বিশ্বমানের হয়ে উঠবে নবদ্বীপধাম স্টেশন
বিশ্বমানের হয়ে উঠবে নবদ্বীপধাম স্টেশন
advertisement

অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গবাসীর জন্য রেলমন্ত্রক নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের জন্য ২১.৮ কোটি টাকা অনুমোদন করেছে। এই স্টেশনে মোট ১৪১০ বর্গমিটার প্লট এলাকা রূপান্তরিত হচ্ছে, যার মধ্যে পিএফ পৃষ্ঠের উন্নতি, নতুন সুইচ রুম, এইচডিপিই পাইপ বিছানোর কাজ এবং ভূগর্ভস্থ বিদ্যুতের তার বিছানোর কাজ এবং পোল মাফিং-সহ/ ফাউন্ডেশনের কাজ, পিএফ সঞ্চালন এলাকায় 90W LED আউটডোর লাইটের ফিটমেন্ট, যাতায়াতের পথ আলোকিত করার কাজ, পিএফ শেড নির্মাণ এবং আধুনিক সুযোগ-সুবিধা স্থাপন সম্ভব হবে।

advertisement

আরও পড়ুন: কুয়াশার ঘেরাটোপ ভেদ করেই আসছে বৃষ্টি! হাড়কাঁপানো শীতেই ভিজতে চলেছে উত্তরবঙ্গের একাধিক জেলা

স্টেশনটি হয়ে উঠবে বিশ্বমানের যাতে আগামী দিনে নবদ্বীপকে অবলম্বন করে আর্থসামাজিক উন্নতি, মানুষের রুজি রোজগারের ব্যবস্থা বৃদ্ধি পায়।  সেইসঙ্গে পশ্চিমবঙ্গে তীর্থক্ষেত্র হিসাবে নবদ্বীপ ধাম গণ্য হয়।  আজকের নবদ্বীপ এবং আগামী দিনের নবদ্বীপের আমূল পরিবর্তনের সম্ভবনা বাস্তবায়িত হওয়ার পথে।

advertisement

অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে ভোল বদলে যাচ্ছে দেশের ৫০৮টি রেলস্টেশনের। এই তালিকায় রয়েছে রাজ্যের ১২টি জেলার মোট ৩৭টি স্টেশন। প্রকল্পের জন্য মোট খরচ ধরা হয়েছে ২৪ হাজার ৪৭০ কোটি টাকা।

পশ্চিমবঙ্গ ‘অমৃত ভারত’ স্টেশনের সংখ্যার নিরিখে পঞ্চম স্থানে রয়েছে। এই প্রকল্পে মোট ৩৭টি স্টেশন পেতে চলেছে রাজ্য। রাজ্যের ১২টি জেলার কোনও না কোনও স্টেশন এই প্রকল্পের আওতায় থাকছে। জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি ‘অমৃত ভারত’ স্টেশন পেতে চলেছে জলপাইগুড়ি। এই ধরনের আটটি স্টেশন পাচ্ছে উত্তরবঙ্গের এই জেলা। আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর পাচ্ছে তিনটি করে স্টেশন। উত্তরবঙ্গের জেলাগুলি মোট ১৭টি ‘অমৃত ভারত’ স্টেশন পাচ্ছে। মালদহের দু’টি এবং কোচবিহারের একটি স্টেশনকে এই প্রকল্পের আওতায় আধুনিক করে তোলা হবে বলে জানিয়েছে রেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান তিনটি, পূর্ব বর্ধমান দু’টি ‘অমৃত ভারত’ স্টেশন পাচ্ছে। এ ছাড়াও নদিয়া তিনটি, মুর্শিদাবাদ তিনটি, উত্তর ২৪ পগরনা দু’টি, বীরভূম দু’টি এবং কলকাতার একটি স্টেশন এই ধরনের প্রকল্পের আওতায় আসতে চলেছে। রেলের তরফে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘অমৃত ভারত’ প্রকল্পের কল্যাণে অমৃতের ছোঁয়া পাবে এই স্টেশনগুলি। স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম থেকে শৌচাগার কিংবা বিশ্রামকক্ষ সব কিছুতেই বদলের ছোঁয়া লাগবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabadwip Dham Station: ঝাঁ চকচকে, চেনা দায়! বিশ্বমানের হয়ে উঠবে নবদ্বীপধাম স্টেশন, শৌচাগার, বসার জায়গা দেখে মাথা ঘুরে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল