TRENDING:

West Bengal Municipal Election 2022|| বুথ ফেরত ইভিএম উলুধ্বনিতে স্বাগত তৃণমূল কর্মীদের, ভোট লুঠের অভিযোগ বিরোধীদের

Last Updated:

West Bengal Municipal Election 2022: বুথ থেকে ইভিএম বেরনোর সঙ্গে সঙ্গেই কার্যত বিজয় উৎসব পালন করে দিল তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা। শনিবার এমনই ছবি ধরা পড়ল বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের জগৎপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ যেন পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার আগেই লেটার মার্কস নিয়ে পাশ করার আত্মবিশ্বাস। বুথ থেকে ইভিএম বেরনোর সঙ্গে সঙ্গেই কার্যত বিজয় উৎসব পালন করে দিল তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা। শনিবার এমনই ছবি ধরা পড়ল বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের জগৎপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। তৃণমূল কর্মী পিঙ্কি মণ্ডল বলেন, "আমরা জানি আমাদের প্রার্থী জিতবে। তাই আনন্দ করছি।" আর এক তৃণমূল কর্মী ঝর্ণা সাহা বলেন, "উলু হচ্ছে শুভ। আমরা জানি আমরা জিতবো তাই আগে থেকে উলু দিচ্ছি। ঋতীকা বিশ্বাস বলেন, "আমরা জেতার আনন্দে আগে থেকে উলু দিচ্ছি। আমরা যা কাজ করেছি আমাদের প্রচন্ড আত্মবিশ্বাস রয়েছে।"
advertisement

যদিও এই বুথটিকে ঘিরেই সকাল থেকে ভোট লুঠের অভিযোগ করেছে বিরোধিরা। সিপিএম প্রার্থী জয়ন্ত দাসের অভিযোগ, "ওই স্কুলের বেশ কয়েকটি বুথ থেকে দলের এজেন্টদের বের করে বেপরোয়া ছাপ্পা দিয়েছে তৃণমূল"। জোড়া পাতা চিহ্নের নির্দল প্রার্থী তপন কুমার সাহার এজেন্ট বাবুরাম মণ্ডল অভিযোগ করে বলেন, "বাইরে থেকে লোক এনে যেমন খুশি ভোট করানো হচ্ছে। আমি বাধা দিতে গেলে আমাকে মারা হয়। আমি বারবার বলেছি সুষ্ঠ ভাবে ভোট করতে দিন কিন্তু তৃণমূল ভোট করতে দেয়নি জবরদস্তি ভোট লুঠ করছে। ভোট লুঠের অভিযোগ জানিয়ে এদিন করুণাময়ী মোড়ে পথ অবরোধ করে সিপিএম। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

advertisement

আরও পড়ুন: ভোট উৎসবে অভিযোগের বর্ষণ! ভোটারদের প্রভাবিত করার অভিযোগ-পালটা অভিযোগ

এলাকার তৃণমূল নেতা পিন্টু দাস বলেন, "শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোট দিয়েছেন। বিরোধীরা বার বার উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু মানুষ সেই প্ররোচনায় পা দেননি। এই জন্য এলাকার মানুষকে ধন্যবাদ।"

অভিযোগ পালটা অভিযোগ চলেছে দিনভর। বুথ চত্তরে ছিল উত্তেজনাও। বারবারই ওই এলাকায় ছুটে যেতে হয়েছিল পুলিশ প্রশাসনকে। কিন্তু শেষ পর্যন্ত বড় কোনও সমস্যা এড়ানো গিয়েছে। তবে ইভিএম বেরনোর সময় উলুধ্বনিকে অনেকেই অভিনব বলছেন। কিন্তু ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী জয়ন্ত দাস কটাক্ষ করে বলেন, "রিগিং করার পর এই রকমের উলুধ্বনি দিয়ে উচ্ছাস প্রকাশ ওদেরকেই মানায়।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

Ujjal Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election 2022|| বুথ ফেরত ইভিএম উলুধ্বনিতে স্বাগত তৃণমূল কর্মীদের, ভোট লুঠের অভিযোগ বিরোধীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল