যদিও এই বুথটিকে ঘিরেই সকাল থেকে ভোট লুঠের অভিযোগ করেছে বিরোধিরা। সিপিএম প্রার্থী জয়ন্ত দাসের অভিযোগ, "ওই স্কুলের বেশ কয়েকটি বুথ থেকে দলের এজেন্টদের বের করে বেপরোয়া ছাপ্পা দিয়েছে তৃণমূল"। জোড়া পাতা চিহ্নের নির্দল প্রার্থী তপন কুমার সাহার এজেন্ট বাবুরাম মণ্ডল অভিযোগ করে বলেন, "বাইরে থেকে লোক এনে যেমন খুশি ভোট করানো হচ্ছে। আমি বাধা দিতে গেলে আমাকে মারা হয়। আমি বারবার বলেছি সুষ্ঠ ভাবে ভোট করতে দিন কিন্তু তৃণমূল ভোট করতে দেয়নি জবরদস্তি ভোট লুঠ করছে। ভোট লুঠের অভিযোগ জানিয়ে এদিন করুণাময়ী মোড়ে পথ অবরোধ করে সিপিএম। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
advertisement
আরও পড়ুন: ভোট উৎসবে অভিযোগের বর্ষণ! ভোটারদের প্রভাবিত করার অভিযোগ-পালটা অভিযোগ
এলাকার তৃণমূল নেতা পিন্টু দাস বলেন, "শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোট দিয়েছেন। বিরোধীরা বার বার উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু মানুষ সেই প্ররোচনায় পা দেননি। এই জন্য এলাকার মানুষকে ধন্যবাদ।"
অভিযোগ পালটা অভিযোগ চলেছে দিনভর। বুথ চত্তরে ছিল উত্তেজনাও। বারবারই ওই এলাকায় ছুটে যেতে হয়েছিল পুলিশ প্রশাসনকে। কিন্তু শেষ পর্যন্ত বড় কোনও সমস্যা এড়ানো গিয়েছে। তবে ইভিএম বেরনোর সময় উলুধ্বনিকে অনেকেই অভিনব বলছেন। কিন্তু ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী জয়ন্ত দাস কটাক্ষ করে বলেন, "রিগিং করার পর এই রকমের উলুধ্বনি দিয়ে উচ্ছাস প্রকাশ ওদেরকেই মানায়।"
Ujjal Roy