পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক স্বপন কুমার দত্ত বলেন, ‘‘প্রাথমিকে বই নির্বাচনের কোনও অনুমোদন নেই। কারণ প্রাথমিকের জন্য দুটি বই রাজ্য সরকার বিনামূল্যে স্কুলগুলিতে পড়ুয়াদের দেয়। এছাড়া রেফারেন্স বই হিসেবে আলাদা করে কোনও বই পড়ানোর কোনও অনুমোদন নেই। শিক্ষা দফতরকে না জানিয়েই ওই স্কুলে রেফারেন্স বুক পড়ানো হচ্ছিল। আর কোন কোন প্রাথমিক স্কুলে এই ধরনের রেফারেন্স বই পড়ানো হচ্ছে কিনা দেখতে আমরা জেলাজুড়ে স্কুলগুলিতে অনুসন্ধান চালাবো। শিক্ষা দপ্তরকে আড়ালে রেখে কোনও স্কুল যদি এই ধরনের রেফারেন্স বই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করে থাকে তবে সেই সব স্কুলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’’
advertisement
বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলের প্রি প্রাথমিকে বর্ণবৈষম্যের পাঠকে ঘিরে বিতর্ক দেখা দেওয়ায় আলাদা করে তদন্তের নির্দেশ দিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী। তিনি জানান, কিভাবে ওই স্কুলে ওই রেফারেন্স বই নির্বাচন হলো তা তদন্ত করে দেখবে জেলা প্রশাসন। পাশাপাশি অন্য স্কুলে এই বই পড়ানো হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
শরদিন্দু ঘোষ