বর্ধমান শহরে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দোকান খোলা বন্ধের ব্যাপারে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। বলা হয়েছে, উল্লাস থেকে নবাবহাট, বি সি রোড, আর বি ঘোষ রোড, স্টেশন থেকে রানীগঞ্জ বাজারের বাঁ দিকের দোকান সোম বুধ ও শুক্রবার বন্ধ থাকবে। ওই এলাকার ডান দিকের দোকান মঙ্গল বৃহস্পতি শনিবার বন্ধ থাকবে। বড় বাজারগুলি জোড়-বিজোড় পদ্ধতিতে খুলবে। রবিবার সব দোকান বন্ধ থাকবে। মাছ মাংস মিষ্টি সবজির দোকান রবিবার বন্ধ থাকবে।
advertisement
আরও পড়ুন: সপ্তাহ শুরুতেই একেবারে বদলে যাবে আবহাওয়া, ফের বৃষ্টির সতর্কতা জারি হাওয়া অফিসের
ব্যবসায়ীরা বলছেন, রবিবার সহ সপ্তাহে চার দিন দোকান বন্ধ। এর ফলে অনেক কর্মচারী কাজ হারাবেন। তাছাড়া এক দিকের দোকান বন্ধ করে ভিড় কমানো যাবে না। বরং তাতে আরও বেশি ভিড় হবে। তাই অন্য পদ্ধতিতে বিধি নিষেধ আনা হোক। তাদের প্রস্তাব, সপ্তাহে ৫ দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেওয়া হোক। তাতে দোকান খোলার ক্ষেত্রে যেমন ধারাবাহিকতা থাকবে তেমনই বেশিরভাগ সময় দোকান বন্ধ থাকায় ভিড় কম থাকবে।
আরও পড়ুন: সেলুন, বিউটি পার্লার খোলা নিয়ে নয়া সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল রাজ্য?
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির ওপর নজর রেখে ব্যবসায়ী পৌরসভা পুলিশের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। আগামী দু- তিন সপ্তাহ আরও কঠিন সময় আসতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রয়োজনে বিধি- নিষেধ আরও কড়াকড়ি করা হতে পারে। এই সময় বাসিন্দাদের আরও সচেতন হতে বলা হচ্ছে।
Saradindu Ghosh