TRENDING:

West Bengal Crime News|| সদ্যোজাত ছেলেকে দেখতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন জামাই! বর্বরোচিত ঘটনার সাক্ষী হল দেগঙ্গা!

Last Updated:

Son-in-law mercilessly beaten by in-laws in deganga: আদিম সভ্যতার বর্বচিত নিদর্শন মিলল দেগঙ্গায়। জামাইয়ের পায়ে ও সারা শরীরে আষ্টেপৃষ্টে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্মম মারধর করল শ্বশুরবাড়ির সদস্যরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেগঙ্গা: আদিম সভ্যতার বর্বচিত নিদর্শন মিলল দেগঙ্গায়। জামাইয়ের পায়ে ও সারা শরীরে আষ্টেপৃষ্টে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্মম মারধর করল শ্বশুরবাড়ির সদস্যরা। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার দেগঙ্গার চৌরাশি পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে। তবে গ্রামবাসীদের তৎপরতায় বেঁচেছে জামাইয়ের প্রাণ।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

স্থানীয় মানুষের প্রচেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় পুলিশ গিয়ে উদ্ধার করেছে জামাইকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ওই ব্যক্তির নাম আব্দুল রহমান। শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, মেয়েকে জামাই দেখত না, মারধর করত, সব সময় বাপের বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য চাপ দিত। পনের দাবিতে মেয়ের ওপরে অত্যাচার চালাত দিনের পর দিন।

advertisement

আরও পড়ুন: বড় খবর! নির্বাচন পিছলে রাজ্যের আপত্তি নেই, ১২ ফেব্রুয়ারি ভোটের সম্ভাবনা, সিদ্ধান্ত কিছুক্ষণেই...

তবে অভিযুক্ত পরিবারের দাবি, জামাইকে কেউ গাছে বাঁধেনি। নিজে নিজেই সে নিজেকে গাছের সঙ্গে বেঁধে নেয়। তারপর তাদের ওপরে দোষ চাপিয়েছে। তবে, গ্রামবাসীদের দাবি শ্বশুরবাড়ির লোকজন গাছে বেঁধে মারধর করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের স্ত্রী গর্ভবতী হয়ে বাড়ি আসেন মাস কয়েক আগেই। তারপর সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানকে দেখতেই শুক্রবার শ্বশুরবাড়িতে এসেছিলেন জামাই। পরিবারের দাবি, এ দিনও আব্দুল তার স্ত্রীকে মারধর করেন। তাতেই ক্ষেপে ওঠেন পরিবারের সদস্যরা। এরপর একটি গাছে বেঁধে ব্যাপক মারধর করা হয় তাঁকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

এ দিকে, ঘটনার খবর পেয়ে প্রায় ঘণ্টা চারেক পরে গ্রামবাসীরাই খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে প্রায় 'আধ মরা' অবস্থায় পড়ে থাকা জামাই আব্দুলকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যান। জামাইয়ের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, এই ঘটনায় আহত হয়েছেন শ্বশুরও। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Crime News|| সদ্যোজাত ছেলেকে দেখতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন জামাই! বর্বরোচিত ঘটনার সাক্ষী হল দেগঙ্গা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল