খুনের ঘটনায় স্থানীয়রা জানিয়েছে, ভরদুপুরে মির্জাপুর গ্রামের বাজার এলাকায় প্রথমে দাদা নির্মলকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় অভিযুক্ত উত্তম সাঁতরা। খবর পেয়ে ছোট ভাই ঘটনাস্থলে ছুটে এলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত উত্তম সাঁতরা। এই ঘটনার পরে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে দোকান বাজার বন্ধ করে দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। খুনে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: বার ডান্সার-বার সিঙ্গারের প্রেম জমে উঠেছিল! গভীর রাতে ফল হল মারাত্মক...
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ভাই নির্মল মালিক ও রাজকুমার মালিকের সঙ্গে মূল অভিযুক্ত উত্তমের বন্ধুত্বের সম্পর্ক ছিল। ফলে, কি কারণে খুন তা নিয়ে অনেকেই ধন্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি সুদের পাওনা টাকা নিয়ে দুই ভাইয়ের সঙ্গে অভিযুক্তের বিবাদ চলছিল। এ দিন সম্ভবত সেই অশান্তি চরমে ওঠে। তারপরেই ঘটে যায় এই সাঙ্ঘাতিক ঘটনা।
Rana Karmakar