মূলত উলুবেড়িয়া লোকসভার অধীনে আমতায় এই সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী সভা বিকেল চারটের পরে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অবশ্য দুপুর তিনটে নাগাদ। এর আগে কোচবিহার ও বর্ধমান জেলায় একই দিনে সভা করেছেন মোদি- মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যারাকপুর লোকসভার অধীনে আমডাঙায় সভা করবেন। দুপুর ১টার পর এই সভা করার কথা মুখ্যমন্ত্রীর।
advertisement
আরও পড়ুন: ভোটে দাঁড়াতে বলায় কী বলেছিলেন রচনা, কীভাবে রাজি করালেন? ফাঁস করলেন মমতা
তারপর সেখান থেকে সরাসরি যাবেন হাওড়ার উলুবেড়িয়াতে। দুই হেভিওয়েটের লড়াইতে রবিবারের রাজনৈতিক উত্তাপ যে যথেষ্ট বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।
লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নবম বারের জন্য রাজ্যে প্রচার কর্মসূচিতে এসেছেন মোদি। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে রাজভবনে থেকে টানা পরপর চারটি সভা করবেন মোদি। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা। সম্প্রতি একই দিনে পরপর চারটি সভা মোদি করেননি। এদিন সকালে রাজভবন থেকে বেরিয়ে বিশেষ হেলিকপ্টারে করে ব্যারাকপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা করবেন প্রথমে। প্রধানমন্ত্রী আজ যে চার কেন্দ্রে প্রচার করবেন, তার সব ক’টিতেই আগামী ২০ মে ভোটগ্রহণ।