মিড ডে মিলে পচা মাংস খাওয়ানোর পর এবার মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বরাদ্দ করা মিড ডে মিলের চাল চুরি করার গুরুতর অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
advertisement
মঙ্গলবার চাল চুরির বিষয়টির হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি স্থানীয়দের। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার বিক্ষোভ দেখালো স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এর আগেও এই স্কুলে প্রধান শিক্ষক মিড ডে মিলে পড়ুয়াদের পচা মাংস খাইয়েছিলেন। বারবার এই ধরণের ঘটনায় আতঙ্কিত পড়ুয়া থেকে অভিভাবক সকলেই।
আরও পড়ুনঃ ভোট আসে ভোট যায়, কিন্তু ভোগান্তি যায় না! লোহাদহ ঘাটে ঝুঁকির যাত্রা, সেতুর দাবি বাসিন্দাদের
এই প্রসঙ্গে জামুরিয়ার এসআই দেবজ্যোতি দাস জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে। চাল খারাপ বলে বাইরে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এসআই।
