জানা যাচ্ছে, এদিন সন্ধ্যাবেলায় রান্নার জন্য গ্যাস জ্বালানোর সময় পাইপ থেকে গ্যাস লিক হয়ে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় মমতাদেবীর শরীরের একাংশ পুড়ে যায়। সেই সঙ্গে বিদ্যুৎ সরঞ্জাম সহ ঘরের বেশ কিছু জিনিসপত্র পুড়ে ক্ষতি হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুনঃ ডাকাতির উদ্দেশে এলাকায় ঘোরাঘুরি! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, হাতেনাতে ২ ডাকাত গ্রেফতার
advertisement
প্রতিবেশীরা জখম মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উখড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সেখান থেকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
শহর থেকে গ্রাম, বর্তমানে প্রায় সব জায়গাতেই গ্যাস সিলিন্ডারে রান্না হয়। মাঝেমধ্যে সিলিন্ডার থেকে নানা রকম দুর্ঘটনাও ঘটে। এদিন উখরা সৌমন্ডল পাড়াতেও একই জিনিস ঘটেছে। সন্ধ্যাবেলায় রান্নার জন্য গ্যাস জ্বালাতে গিয়েছিলেন মমতাদেবী। সেই সময় পাইপ থেকে গ্যাস লিক হওয়ায় আগুন ধরে যায়। সেই আগুনে তাঁর শরীরের একাংশ পুড়ে যায়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উখড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
