শ্বশুর, স্বামীর সঙ্গে কাঁধ মিলিয়ে মঞ্চে গান পরিবেশন করেন বাদ্যকর পরিবারের এই দুই বধূ। লকডাউনের সময় স্বামী-শ্বশুরের কাছে পাওয়া শিক্ষার জোরে আজ তাঁরা সফল স্যাক্সোফোন শিল্পী। পেশাদার স্যাক্সোফোন শিল্পী। অতিমারীর কঠিন সময় বাড়িতে বসে না থেকে কিছু করার যে প্রচেষ্টা তাঁরা করেছিলেন, স্বামী- শ্বশুরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার যে সাহস তাঁরা দেখিয়েছিলেন, তার বিনিময় ওই দুই গৃহবধূ আজ বিখ্যাত হয়েছেন। পাশাপাশি মেটাতে পারছেন পরিবারের আর্থিক অসঙ্গতিও।
advertisement
উল্লেখ্য, বাদ্যকর পরিবারের কর্তা বাবলু বাদ্যকর বহুদিন আগে থেকেই স্যাক্সোফোন শিল্পী। তাঁর রোজগারেই চলত পরিবার। পরে তাঁর দুই ছেলেও স্যাক্সোফোন শিল্পী হয়ে ওঠেন। একজন থেকে তিনজনের উপার্জন বাদ্যকর পরিবারে আসতে শুরু করে বাবা-ছেলের ভরসায়। কিন্তু লকডাউনের সময় পরিবারে দেখা দিয়েছিল আর্থিক সংকট।
আরও পড়ুন- 'পল্লবী সেই রাতে থেকে যেতে বলে'! তার পরে কী হয়েছিল, বললেন ঐন্দ্রিলা
অন্যদিকে, বাড়িতে বসে সময় কাটানোর পন্থা খুঁজছিলেন পরিবারের দুই বধূ। তখনই সুমনা দেবী এবং মন্দিরা দেবীর মাথায় স্যাক্সোফোন বাজানোর চিন্তা ভাবনা আসে। তখন থেকেই শুরু হয়েছিল এই পথচলা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র ছয় মাসেই তাঁরা দুজনে স্যাক্সোফোন বাজানো শিখে গিয়েছিলেন। এখনও পর্যন্ত তাঁরা দুজনে ৫০ টিরও বেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বহু শ্রোতাদের থেকে বাহবা পেয়েছেন স্যাক্সোফোন বাজিয়ে। পাশাপাশি এই দুই মহিলা শিল্পীকে দেখতেও বহু মানুষই ভিড় জমান।
Nayan Ghosh