বর্তমানে কুলটি জল প্রকল্পের কাজ চলছে। রাস্তার ধারে ফেলে রাখা আছে বিশাল বড় বড় পাইপ। সেই সমস্ত পাইপ তুলে চুরি করা হচ্ছিল। হাইড্রা ক্রেন দিয়ে বিশালাকার সেই পাইপগুলি চুরি করে তোলা হচ্ছিল লরিতে। যারা পাইপ তুলছেন তাঁরা সরকারি লোকজন নন বা জল প্রকল্পের কেউ নন, এমনটা সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ এসে দেখে সন্দেহ সঠিক।
advertisement
আরও পড়ুনঃ রাস্তার ধারে পড়ে রক্তাক্ত মৃতদেহ! বাঁকুড়ায় হাড়হিম করা কাণ্ড, তুমুল চাঞ্চল্য এলাকায়
দিনেদুপুরে প্রায় একশোর কাছাকাছি সরকারি পাইপ চুরির চেষ্টা হচ্ছিল। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ইস্কো বাইপাস রোড সংলগ্ন এলাকা থেকে পাইপগুলি উদ্ধার করে। সেই সঙ্গেই আটক করা হয় হাইড্রা ক্রেন ও ১২ চাকার লরিটি। ওই রোডের পাশে শিশুতীর্থ স্কুলের মাঠে রাখা পাইপগুলি আসানসোল পৌর নিগমের। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ৩ জনের মধ্যে হাইড্রা ক্রেন চালক ইমরান আনসারির বাড়ি নিয়ামতপুর নবী নগরে। ক্রেন হেল্পার ইনজামম আনসারি কুলটির সাকতোড়িয়ার বাসিন্দা এবং ট্রাক চালক প্রেম চন্দ্র প্রসাদের বাড়ি জামুরিয়া থানার নর্থ শিয়ারশোলে। অভিযুক্ত ৩ জনকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। তাঁদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
