চোরেদের এই কীর্তি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, শনিবার রাতে দুর্গাপুরের এমএএমসিতে কালী মন্দিরে প্রবেশ করেছিল চোরের দল। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি মাসের দু’তারিখে দুষ্কৃতীরা এই মন্দিরের তালা ভেঙে চুরির চেষ্টা করেছিল। কিন্তু নিয়ে যেতে পারিনি কিছুই। ফের শনিবার রাতে মন্দিরের ৫ টি তালা ভেঙে ভেতরে ঢুকেছিল। কিন্তু এদিনও কিছু নিয়ে যেতে পারেনি।
advertisement
একইসঙ্গে মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশকে জানানোর পরেও কোন কাজ হয়নি। মন্দিরের পুরোহিত জগন্নাথ পাঠক বলেন, “এই ঘটনা বারে বারে হচ্ছে। ফলে চিন্তা বাড়ছে। দু’তারিখ রাতেও তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছিল। তারপর ক্যাশ বাক্স উল্টে টাকা বের করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশের কোনও তৎপরতা নেই বলেই অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: শীতের আমেজ আজও বজায় হুগলিতে! কেমন কাটবে সারাদিন, রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট
তারা আরও বলছেন, সেই কারণে দুষ্কৃতীরা সুযোগ বুঝে ফের শনিবার রাতে আবার এসেছিল। মন্দিরের পাঁচটি তালা ভেঙে ভিতরেও ঢুকেছিল। কিন্তু কিছু নিয়ে যেতে পারেনি। পুলিশ এসেছে। যারা এই কাণ্ড করেছে, তাদের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। অন্যদিকে পরপর দুদিন চেষ্টা করার পরেও কেন চোরের দল মন্দির থেকে কিছু নিয়ে যেতে পারল না, সেই বিষয়টিও চর্চায় উঠে এসেছে।
