TRENDING:

Child Prodigy: কণ্ঠে কৃষ্ণ-কীর্তন, ইন্টারনেট থেকে শিখে নিপুণ হাতে সরস্বতী মূর্তি বানিয়ে চলে ৭ বছরের শিশু

Last Updated:

Child Prodigy: মোবাইল দেখে শিখেছে প্রতিমা গড়ার কাজ। যেমন মধুর তার কন্ঠস্বর তেমনই নিখুঁত হাতের কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার: এই পঞ্চম শ্রেণীর পড়ুয়ার নজরকাড়া প্রতিভা দেখলে মুগ্ধ হবেন আপনিও। বর্তমানে যেখানে শিশুদের মোবাইলে আসক্তি নিয়ে জেরবার বহু অভিভাবক, সেখানে  জানলে অবাক হবেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে ৩ বছর ধরে মাটির প্রতিমা গড়ছেন পঞ্চম শ্রেণির ছাত্র লোকেশ।মাত্র ৭ বছর বয়স থেকে সে প্রতিমা তৈরি করছে । সামনেই সরস্বতী পুজো।এবার সে প্রায় ১০ টি সরস্বতীর মূর্তি গড়ছে।বাড়ির সামনে রাস্তার পাশেই চলছে তার এই কর্মকাণ্ড।এক দেড় ফুট থেকে প্রায় ৩ -৪ ফুট উচ্চতা বিশিষ্ট বেশ বড় বড় মূর্তি গড়ে চলেছে আপন মনে।আর সঙ্গে গাইছেন শ্রীকৃষ্ণের কীর্তন গান।যেমন মধুর তাঁর কন্ঠস্বর তেমনই নিখুঁত হাতের কাজ।নিজের স্কুলের সরস্বতী পুজোর মুর্তিও নিজেই গড়ছে।
advertisement

এছাড়াও কালী, দুর্গা, রাধাকৃষ্ণের মূর্তি-সহ সমস্ত ঠাকুরই গড়ে তোলে নিপুণতার সঙ্গে।মূর্তি গড়ে যে পারিশ্রমিক পায়, তা সে সঞ্চয় করছে সযত্নে। বর্তমান যুগে এই বিরল প্রতিভার অধিকারী  হওয়ায় স্কুল-সহ এলাকায় সকলের নয়নের মণি হয়ে উঠেছে ছোট্ট লোকেশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের অণ্ডাল থানার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা বছর ১০-এর লোকেশ ঘোষ। তার বাবা জীবন ঘোষ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিক। মা অঞ্জনাদেবী গৃহবধূ। তাঁদের দুই কন্যাসন্তানের বিবাহ হয়ে গিয়েছে। এক মাত্র পুত্র লোকেশ গ্রামের আর পাঁচটা শিশুদের থেকে একেবারেই ভিন্ন  চরিত্র তার। শান্ত নিরীহ স্বভাবের লোকেশ ছোটো থেকেই নিজের হাতে কিছু না কিছু সৃষ্টি করতে ভালবাসে।

advertisement

কোনও প্রশিক্ষণ ছাড়াই সে নিজেই খুব সুন্দর ছবি আঁকে।যে কোনও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই সে প্রথম হয়।  তার দাবি, মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবের ভিডিও দেখে ছবি আঁকা ও দেবদেবীর প্রতিমা তৈরির কৌশল করা শিখেছে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। তার জীবনের শখ ভাল কীর্তনিয়া হওয়ার। তাই সে কীর্তনের গান শেখে। এবং বর্তমানে নানান মঞ্চে রবীন্দ্রসঙ্গীত থেকে শ্রীকৃষ্ণলীলা কীর্তনের সঙ্গীত পরিবেশন করে। পঞ্চম শ্রেণীর প্রতিভাবান পড়ুয়া লোকেশ পড়াশোনাতেও বেশ মেধাবী।

advertisement

আরও পড়ুন : ২.৫ লক্ষ টাকা দামের পোষা ম্যাকাওকে বাড়িতে ফিরিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ের আসর থেকে পালিয়ে সটান থানায়, বদলে গেল নাবালিকার জীবন
আরও দেখুন

মাত্র ১০ বছর বয়সে সে নিজেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলেছে। তার মনের ইচ্ছে পূরণ করতে তার বাবা ও মা-সহ পরিবারের সকলে তাকে সবরকম ভাবে সহযোগিতা করেন। এ বছর সে তার নিজের স্কুলের জন্য  সরস্বতী প্রতিমা গড়ছে। পাশাপাশি গ্রামের বিভিন্ন পুজোর জন্য প্রায় ১০ টি সরস্বতী প্রতিমা গড়ে তুলছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Prodigy: কণ্ঠে কৃষ্ণ-কীর্তন, ইন্টারনেট থেকে শিখে নিপুণ হাতে সরস্বতী মূর্তি বানিয়ে চলে ৭ বছরের শিশু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল