সুজলাং-সুফলাং বাংলা। বাংলার একাধিক জায়গায় প্রবাহিত একাধিক নদী। জঙ্গলমহলে রয়েছে শান্ত সুবর্ণরেখা। এই নদীর কিনারে সূর্যাস্ত আপনার সারাদিনের মানসিক ক্লান্তি নিমেষে দূর করে দেবে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকের সঙ্গে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বিভাজন করেছে সুবর্ণরেখা নদী। সকাল থেকে নদীর দুই পাড়ে শান্ত শীতল আবহাওয়া।
শুধু তাই নয়, দিনের শেষে নদীর একপাশে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য যেন চোখে লেগে থাকে। শান্ত শীতল পরিবেশে একাকী কিংবা প্রিয়জনের সঙ্গে বসে সূর্যাস্ত দেখার মজাই আলাদা। তাই ভ্রমণপিপাসুদের মানুষদের কাছে অন্যতম পছন্দের ডেস্টিনেশন সুবর্ণরেখা নদীর পাড়।
advertisement
কলকাতার খুব কাছে এবং রেল শহর খড়্গপুর থেকে সামান্য দূরেই এই সুন্দর জায়গা, একদিনের ছুটিতেও ঘুরে আসা যায়। সড়ক পথেও ঘুরে আসা যায়।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2024 8:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weekend Destination: দিঘা-মন্দারমণি যাওয়ার দরকার নেই, এই জায়গার সূর্যাস্ত আপনার মন ভাল করে দেবে