তবে ইতিপূর্বেই সেই সংশয় দূর করেছে হাওয়া অফিস। দুর্গাপুজোয় ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। দক্ষিণবঙ্গে নির্বিঘ্নেই কাটবে পুজো। পুরুলিয়া জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।
বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার ফলে অনেকখানি পরিবর্তন হয়েছে আবহাওয়ার। হালকা শরৎতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে গোটা জেলা জুড়ে।
advertisement
মঙ্গলবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে রোদের তাপ থাকলেও বেলা গড়াতে ক্রমশ কমেছে তাপমাত্রা। কমেছে আদ্রতা জনিত অস্বস্তি।
আরও পড়ুন- পুজোর দিনও খাঁ খাঁ করে! এই গ্রামে আসেন না দেবী দুর্গা, কেন জানেন
আপাতত বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই দক্ষিণবঙ্গে । শুষ্ক থাকবে আবহাওয়া। পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী দু’দিন মেঘলা আকাশ দেখা দিলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
পুজোর আগে না থাকবে বৃষ্টির দাপট , আর না থাকবে অসহ্য গরম। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণের জেলাগুলি যেমন উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর , হাওড়া , হুগলি , পুরুলিয়া , পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , পূর্ব বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
অপরদিকে উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরের দার্জিলিং , কালিম্পং-এ হালকা বৃষ্টির হতে পারে। এছাড়া বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। তবে পুজোর শেষের দুদিন উত্তরের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ‘শরৎদিনের কদমফুল’! মঙ্গলঘটের অপরিহার্য উপাদান তৈরি জীবিকা ৫০০ পরিবারের
দুর্গাপূজো নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় ছিল রাজ্যের মানুষেরা। তাঁদের সেই দুশ্চিন্তা দূর করে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। দুর্গাপূজায় ঝড় বৃষ্টি একেবারেই হচ্ছে না দক্ষিণবঙ্গে, এমনটাই জানা গিয়েছে।
শমিষ্ঠা ব্যানার্জি