শুধু ঝড় নয়, বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে তিন জেলায়। আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসতে চলেছে কলকাতা, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জানিয়েছে আলিপুর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতা-সহ দুই জেলার।
আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ম্যাচ ভেস্তে গেলে কোথায় থাকবে কেকেআর?
advertisement
আগেই হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শনিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ ছয় জেলায়। বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।