নদিয়া ও মুর্শিদাবাদ এই দুই জেলায় আগামী ২ ঘণ্টায় বর্জ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা।এরসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: ভিন রাজ্যে কাজ করে আর বাড়ি ফেরা হলনা মহিলার! মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবার
বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির দেখা মিলতে পারে বাঁকুড়া জেলাতেও। আগামী ২ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ফলে সামান্য বৃষ্টিপাতের ফলে স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন এই ৩ জেলার মানুষ।
advertisement
সকাল থেকে সামান্য মেঘলা করে আছে বাঁকুড়ার আকাশ। শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল শনিবার। দুপুর ১২ থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘ-রোদের লুকোচুরি।
শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এক ডিগ্রি কমে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।