প্রসঙ্গত ঘটনাবহুল ভাবে এ বার শেষ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে ভগবানপুর, তমলুক থেকে পাঁশকুড়া- সব ব্লকেরই ভোট পর্ব। আর ভোট পর্ব শেষ হতেই কার্যত বিস্মিত রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। কারণ পূর্ব মেদিনীপুর জেলায় পঞ্চায়েত নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৬৭.৩৬ শতাংশ। সবচেয়ে অবাক করা বিষয় ২৫ টি ব্লকের মধ্যে মাত্র ৫টি ব্লকে ৭০ শতাংশের উপরে ভোট পড়েছে। যার মধ্যে মাত্র একটি ব্লকে ৭৫ শতাংশের ওপর ভোট পড়েছে।
advertisement
আরও পড়ুন : গণনার রাতে অশান্ত ভাঙড়! পুলিশ-ISF সংঘর্ষে মৃত ২, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার
পূর্ব মেদিনীপুর জেলায় বিগত যে কোনও নির্বাচনে ৮০ শতাংশের উপরে ভোট পড়ে। কিন্তু এবার তা পঞ্চায়েত নির্বাচনে অনেকটাই কমে গিয়েছে এসেছে শতাংশের হিসাবে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকে সবথেকে বেশি ভোট পড়েছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী ভগবানপুর ১ ব্লকে ৭৭.১৭ শতাংশ। সবথেকে কম ভোট পড়েছে নন্দীগ্রামে (৫৮.৮৩ শতাংশ)। জেলার ভগবানপুর -১ ব্লক বাদ দিয়ে কাঁথি -৩, দেশপ্রাণ, পটাশপুর ও শহিদ মাতঙ্গিনী ব্লকে ৭০ শতাংশের উপরে ভোট পড়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে। পূর্ব মেদিনীপুর জেলার সদর ব্লক তমলুকে ৭০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। এই ব্লকে পঞ্চায়েত নির্বাচনে ৬৮.৯৯ শতাংশ ভোট পড়েছে।