পঞ্চায়েত ভোটে দুর্নীতি, সন্ত্রাস আর ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি শুক্রবার সুতি ২নং বিডিও অফিসের সামনে বিক্ষোভ সভা করে বিজেপি। আর অভিযোগ তখনই বিডিও অফিস চত্বরে জঙ্গলের মধ্যে থেকে কয়েকহাজার ব্যালট পেপার পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। প্রসঙ্গত সুতি ২নং বিডিও অফিস সংলগ্ন এলাকায় করা হয়েছিল পঞ্চায়েতের ভোট গণনা কেন্দ্র। আর বিডিও অফিস চত্বর থেকেই জেলা পরিষদের আসনে কংগ্রেসের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পেপার উদ্ধারে উত্তপ্ত হয়ে উঠে সুতি ২নং বিডিও অফিস।
advertisement
পোলিং অফিসারের সই করা ও স্ট্যাম্প দেওয়া এত পরিমাণে ব্যালট পেপার উদ্ধারে বিডিও অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস ও বিজেপি নেতা কর্মীরা। উত্তর মুর্শিদাবাদ জেলা বিজেপির যুব সভাপতি কৌশিক দাস বলেন, ‘‘ পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের প্রতিবাদে বিডিও অফিসের সামনে আমাদের বিক্ষোভ চলছিল। তখনই আমাদের কয়েকজন কর্মী বিডিও অফিস চত্বর থেকে কয়েক হাজার ব্যালট পেপার উদ্ধার করেন। আর ওই এলাকাতেই ভোট গণনাকেন্দ্র করা হয়েছিল। পুলিশের মদতে আরও অনেক ব্যালট পেপার আমাদের সামনে নিয়ে চলে গিয়েছে। নিরপেক্ষ পঞ্চায়েত গঠনের জন্য আমরা পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।’’
কংগ্রেসকর্মী মৃত্যুঞ্জয় দাস বলেন, ‘‘ আমরা এর প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হব।’’ সিপিআইএম নেতা জুলফিকার আলি বলেন, ‘‘জেলার বিভিন্ন জায়গা থেকে বৈধ ব্যালট পেপার ভোট গণনা কেন্দ্র থেকে উদ্ধার হচ্ছে। এতেই প্রমাণিত প্রশাসনের মদতে পঞ্চায়েত ভোটে কতটা দুর্নীতি হয়েছে।’’