বন্যার জলে আগেই ভেসেছিল ঘর-বাড়ি। ফসলী জমি। কোনওমতে দুঃস্বপ্ন কাটিয়ে উঠেছিল বাঁকুড়ার মানাচর। নিম্নচাপের জেরে আবারও চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে কপালে। ডিভিসির ছাড়া জলে ভাঙছে দামোদরের নদের পাড়। সব হারানোর আশঙ্কায় উড়েছে ঘুম। এরসঙ্গেই বালিমাফিয়াদের দাপটে অতিষ্ঠ মানাচরের মানুষ। অভিযোগ, অবৈধভাবে বালি তুলে নেওয়ায় চওড়া হচ্ছে নদীখাত। তাই দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জল নদীখাত দিয়ে না বয়ে ভেঙে দিচ্ছে পাড়। কয়েকবছরে গ্রামের দিকে ইতিমধ্যেই তিনশো ফুট এগিয়ে এসেছে দামোদর।
advertisement
প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
একদিকে দামোদর আরেকদিকে কানা নদী। পাড় ভাঙতে ভাঙতে মানাচরের বড়িশালপাড়ার দিকে দু'টি নদী ক্রমশ এগিয়ে আসছে। একসময় নদী দু'টি মিশে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। তাহলে কি জলের তোড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে বসতবাড়ি, ফসলী জমি, সবকিছুই? আতঙ্কের প্রহর গুনছে মানাচর।